নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
অর্ণব গোস্বামী একটি অতি পরিচিত নাম টেলিভিশন সংবাদের দুনিয়ায়।অর্ণব গোস্বামী ও তাঁর চ্যানেল রিপাবলিক টিভি প্রায়ই বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে কথা বলার জন্য সমালোচিত হয়েছেন।এমনকি বিজেপির বিরুদ্ধে কথা বলা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতে দেখা গেছে লাইভ টিভিতে আবার কখনো অন্যান্য মিডিয়াতে।
WATCH: When LIVE vox pops go horribly wrong on air! Watch till the end!! 😂😁 pic.twitter.com/Y7oizvGqSl
— Prashant Kumar (@scribe_prashant) May 6, 2019
তবে এদিন ঘটনায় কার্যত স্তম্ভিত থেকে গেলেন অর্ণব।
বিহারের এক পোলিং বুথে পৌঁছে যান রিপাবলিক টিভি চ্যানেলের এক সাংবাদিক।ভোট দেওয়ার পর জন সাধারণের সাথে কথা বলতে গিয়েছিলেন ওই সাংবাদিক, মতদানের গোপনীয়তা রাখতেই দু’একজন সরে দাঁড়ালেও অবশেষে এক যুবক কথা বলার জন্য এগিয়ে আসে।অর্ণবের সাথে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন ওই সাংবাদিক এমন সময় ওই যুবক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপির দেওয়া সব প্রতিশ্রুতি মিথ্যে বলে দাবি করেন স্মার্ট সিটি প্রসঙ্গ তুলে বিজেপির সমালোচনায় মুখর হয়ে ওঠে। অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি গালাজ করতে থাকে ওই যুবক।এমত অবস্থায় টেলিকাস্ট বন্ধ করতে না পেরে কথা অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেন মাইক ঘুরিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী দল আরজেডি বিষয়ে প্রশ্ন করতে থাকেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584