তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
আগামী ৩ জুলাই জেলা জুড়ে মিছিল,মিটিং বিক্ষোভ সমাবেশ করবে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস।তৃণমূলের কাটমানি ইস্যুকে কেন্দ্র করে এবার সরব হলো কংগ্রেস। এছাড়াও ঐদিন জেলাশাসক কে ডেপুটেশন দেওয়া হবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে।
সোমবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, আগামী ৩ জুলাই কাটমানি ইস্যুতে জেলা জুড়ে আন্দোলনে নামবে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস।
স্কুল,কলেজ,ইউনিভার্সিটি পৌরসভা গুলিতে কাটমানির বিনিময়ে কাজ করা হয়। তারই প্রতিবাদে জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন তারিখ জেলা জুড়ে মিছিল মিটিং সহ বিক্ষোভ সমাবেশ করবেন তারা।
আরও পড়ুনঃ গোয়ালতোড়ে কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ বিজেপির
তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কাটমানির কথা বলে হিতে বিপরীত হয়েছে।তাদের দলের নেতারাই এই কাটমানি নিয়েছে।সেজন্য রাজ্য জুড়ে হইচই পড়ে গেছে।মুখ্যমন্ত্রী আগে রাস্তা দিয়ে গেলে মানুষজন হাত তুলে আশীর্বাদ করতো,বর্তমানে তাকে দেখে কটূক্তি করেন।
বিধায়ক এও বলেন বামফ্রন্টের আমলে এই ধরনের কাজ হয়নি।সামান্য কিছু ঘুষ নিলেও এ সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নেওয়া হচ্ছে।এরই প্রতিবাদে আমরা আন্দোলনে নামবো।পরবর্তীতে যারা কাটমানির সাথে যুক্ত তাদের বাড়ি ঘেরাও করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584