সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
স্কুলের পাশ্ববর্তী অঞ্চলে দু’দুটি নতুন মদের দোকান খোলার বিরুদ্ধে আজ রাস্তা অবরোধ করে গাবেবেড়িয়া সংস্কৃতি মঞ্চের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সূত্রপাত গতকাল সুলতানপুরে মদের দোকান থেকে মদ খেয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারায় এক ব্যক্তি।মদের দোকানের রমরমা প্রসারে ঘরে ঘরে যেমন বাড়ছে মদ্যপায়ীর সংখ্যা ঠিক তেমনি গৃহে অশান্তি থেকে শুরু করে নারী এবং স্কুল পড়ুয়াদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।ফলে স্থানীয় বাসিন্দাদের দাবী এলাকা মদমুক্ত করতে হবে।
এই দাবীতে গাবেবেড়িয়া সুলতানপুর অঞ্চলের কয়েক হাজার নারী পুরুষ স্কুল পড়ুয়া টোলাহাট রোডের সুলতানপুরের রাস্তা প্রায় একঘন্টা অবরোধ করে রাখে।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্দিরবাজার থানার পুলিশ।
আরও পড়ুনঃ দমকলে অনৈতিক নিয়োগের অভিযোগে বিক্ষোভ
মদের দোকান বন্ধের কার্যকরী সিদ্ধান্তের দাবী অনড় থাকে আন্দোলনকারীরা।এই পরিস্থিতিতে এসে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশও।আন্দোলনকারীরা তাদের দাবীতে অনড় থাকায় পুলিশ অবশেষে লাঠিচার্জ করে রাস্তা অবরোধ মুক্ত করে।একই সঙ্গে কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করে মন্দিরবাজার থানায় নিয়ে যাওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ,গাবেবেড়িয়া এলাকায় যত্রতত্র মদের দোকানের ফলে শান্তি বিঘ্নত হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ,প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোন সমাধান না হওয়ায় অবশেষে অবরোধের পথে যেতে বাধ্য হতে হয়।পুলিশ মদের দোকান বন্ধে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে ভুক্তভোগী আন্দোলনকারীদের উপরই লাঠিচার্জ করল।তবে মদমুক্ত এলাকার দাবীতে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও তারা জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584