কোকওভেন প্ল্যান্ট কর্মীদের বদলির জেরে প্রতিবাদ সভা

0
43

সুদীপ পাল, বর্ধমানঃ

বন্ধ হয়েছে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড বা ডিপিএল। এখন কোকওভেন প্ল্যান্ট কর্মীদের জেলা শাসকের দফতরে সাধারণ কাজের জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর জেরে সিটু এবং আইএনটিইউসি যৌথ ভাবে প্রতিবাদ সভা করল ডিপিএল প্রধান গেটে।

protest conference of Plant workers | newsfront.co
প্রতিবাদ সভা। নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে লোকসানে চলার পর ২০১৭ সালের শেষ দিকে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয়– ডিপিএলের বিদ্যুৎ উৎপাদন মিশিয়ে দেওয়া হবে অন্য বিদ্যুৎ সংস্থার সাথে। ২০১৫ সালের জুন মাসে কোকওভেন প্ল্যান্ট বন্ধ হলে ২০১৭ সালের এই মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ খড়্গপুরে সাতাশ বুথে পুনঃনির্বাচনের দাবি দিলীপের

গত ১ জানুয়ারি সেই সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছিল। বেশি বয়সের কর্মীদের জন্য স্বেচ্ছা অবসর প্রকল্প, বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত উদ্বৃত্ত কর্মীদের অন্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে স্থানান্তর এবং কোকভেন প্ল্যান্টের কর্মী আধিকারিকদের জেলা শাসকের অধীনে বিভিন্ন দফতরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিপিএলের আইএনটিটিইউসি নেতা উমাপদ দাস বলেন, ডিপিএল কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে। যদিও ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ২০১৮ সালের নভেম্বরে রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিং এ কোকওভেন প্ল্যান্টের কর্মী আধিকারিকদের অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মীদের বদলি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ হওয়ার কথা আজ মঙ্গলবার। সুযোগ-সুবিধা একই থাকবে বলে জানা যাচ্ছে। যদিও কর্মীদের দাবি, ছেলে মেয়েরা এখানে পড়াশুনা করে। এখন অন্যত্র বদলি হলে সমস্যায় পড়তে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here