পাশ করানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

0
31

সুদীপ পাল,বর্ধমানঃ

the protest front of university for pass
আন্দোলনকারী।নিজস্ব চিত্র

একবার নয় দু-তিনবার পরীক্ষা দিয়েও পাশ মার্ক টপকাতে পারেনি অনেকেই। তাদের মধ্যেই একশোরও বেশি পড়ুয়া পাস করানোর দাবি নিয়ে পরীক্ষা নিয়ামক দফতর ঘেরাও করে রাখলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তাজ্জব শিক্ষক মহল।

ফেল করা পড়ুয়াদের কোনভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশ করাতে পারবেন না, জানানোর পরেই আধিকারিকদের ওপর হামলার অভিযোগ উঠল।আন্দোলনকারীদের অবশ্য বক্তব্য, যথাযোগ্য নম্বর পাওয়া যায়নি তাই রিভিউ করতে দেওয়া হয়েছিল।কিন্তু রিভিউ-এর ফল প্রকাশের পর দেখা গেল দু নম্বর বা তিন নম্বর বেড়েছে। রিভিউয়ের খাতা দেখায় হয়নি বলে তাদের অভিযোগ।

তাই তাদের পাস করিয়ে দেওয়া উচিত বলে তারা মনে করছে।পরীক্ষা নিয়ামক আনন্দজ্যোতি পালের সঙ্গে দেখা করে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে প্রশাসনিক বৈঠক ডাকা হয়। বিক্ষোভকারীদের প্রশাসনিক বৈঠকের পর জানানো হয় প্রত্যেকটি ফলাফল যথাযথ আছে। নতুন করে আর পুনর্মূল্যায়ন সম্ভব নয়। অভিযোগ এই বক্তব্যের পরেই পড়ুয়াদের একাংশ পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে হামলা চালান।

আরও পড়ুনঃ এনআরএস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মালদহে

রাজবাটি মূল ফটকে বাস আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন বলেন, ফেল করা পড়ুয়াদের কোনোভাবেই পাস করানো যায় না। পরীক্ষা নিয়ামক বলছেন, ফলে সন্তুষ্ট না হলে তথ্য জানার অধিকার আইনে খাতা চাইলেই তো ঝামেলা মিটে যায়।

তবে কি চাপের কাছে বিশ্ববিদ্যালয় মাথা নত করবে? পরীক্ষা নিয়ামক বলছেন, কোনো মতেই চাপের কাছে বিশ্ববিদ্যালয় মাথা নত করবে না। আইনের পথে না গিয়ে কয়েকজন মিলে একটা চাপ তৈরির চেষ্টা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here