অবৈধ মদের কারবার রুখতে সোচ্চার এলাকার মহিলারা

0
46

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বুধবার রাতে কামাক্ষাগুড়ি বাজার এলাকায় অবৈধ মদের কারবার রুখতে সোচ্চার হলেন এলাকার মহিলারা। এ দিন সন্ধ্যায় বেশ কিছু মহিলা বাজারের ভেতরের কিছু ব্যবসায়ীর দোকান থেকে কয়েক পেটি অবৈধ মদ উদ্ধার করেন।

woman protest to stop illegal wine | newsfront.co
উদ্ধার করা অবৈধ মদ। নিজস্ব চিত্র

তাঁদের অভিযোগ প্রতিদিন রাত্রে ১২-১টা পর্যন্ত কামাক্ষাগুড়ি বাজারে মদের ব্যবসা চলছে। স্কুল-কলেজের ছাত্ররা মদে আসক্ত হচ্ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। ফলে এই মহিলারা নিজেরাই বাধ্য হয়ে পরিবার রক্ষার্থে মদ বিরোধী অভিযানে নামতে বাধ্য হয়েছেন।

woman protest to stop illegal wine | newsfront.co
অপরাজিতা ঘোষ। নিজস্ব চিত্র

মহিলাদের মধ্য থেকে মমতা পাল বলেন, ‘মদের কারবার বাজার এলাকায় চরম সীমায় পৌছেছে। ছোট ছোট স্কুল-কলেজের পড়ুয়ারা মদে আসক্ত হচ্ছে। ৩-৪ বছরেরও বেশি সময় ধরে এই কারবার চলছে বাজার এলাকায়। কিন্তু গত দেড় বছরে এই কারবার মাত্রাতিরিক্ত হয়েছে।’

woman protest to stop illegal wine | newsfront.co
মমতা পাল। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অবৈধ টিকিটের ব্যবসা বন্ধের উদ্যোগ আসানসোল, কুলটিতে

অন্য এক মহিলা অপরাজিতা ঘোষ বলেন, ‘রাত ১২টা-১টা পর্যন্ত এই কারবার চলতে থাকে। এ দিন আমরা হঠাৎ করে বাজারে এসে ২টি দোকান থেকে ২ পেটি অবৈধ মদ উদ্ধার করি। কামাক্ষাগুড়ি বাজারে বেশ কিছু ব্যবসায়ী নিজেদের ব্যবসার আড়ালে অবৈধ ভাবে মদের কারবার দীর্ঘদিন ধরে চালাচ্ছে। এইসব অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’

ঘটনার খবর পেয়ে কামাক্ষাগুড়ি থানার আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌছান। পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে কামাক্ষাগুড়ি ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here