পিয়ালী দাস,বীরভূমঃ
কাটমানি ফেরতের দাবিতে দিকে দিকে শুরু হয়েছে অশান্তি।রবিবার বীরভূমের ইলামবাজার থানা ধরমপুরে স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মুখার্জিকে গ্রামবাসীরা ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে। মহামারীর আকারে গণবিক্ষোভ গড়ে উঠছে বীরভূম জুড়ে।
একের পর এক শাসক দলের নেতারা ঘেরাও হচ্ছে শাসক দলের কর্মীদের হাতে।তবে পরিস্থিতি মেরামতের জন্য শাসকদলের জেলা নেতৃত্বের কোন ভূমিকা কিন্তু নজরে আসছে না।পরিস্থিতি এতটাই জটিল হচ্ছে এ মানুষ নিজের হাতে আইন তুলে নিতেও পিছপা হচ্ছে না।
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা মুচলেকা দিতে বাধ্য হচ্ছে টাকা ফেরতের সময় চেয়ে। ইলামবাজারের তৃণমূল নেতা পিন্টু মুখার্জি অবশ্যই এর পেছনে বিজেপির চক্রান্ত দেখছেন। তিনি বলেন, ‘কোনভাবেই গরিব মানুষের টাকা আমরা নিইনি।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবীতে বিক্ষোভ
শুধুমাত্র হেনস্থা করার জন্য বিজেপি সাধারণ মানুষকে ক্ষেপিয়ে এই চক্রান্ত করছে।’ অন্যদিকে নানুর থানার পাঁচশোয়া গ্রামে প্রশান্ত মন্ডল নামে এক বিজেপি কর্মীকে গুলি মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রশান্ত মন্ডল এর দাবি, তৃণমূল নেতাদের কাটমানি দিয়ে কাজ না পাওয়ার দাবিতে নিরীহ গ্রামবাসীদের একত্রিত করে বিক্ষোভ দেখানোর কথা হয়েছিল, সেই কারণেই আমাকে খুনের চেষ্টা করে তৃণমূল। যদিও আমি অল্পের জন্য রক্ষা।
বীরভূমের সর্বত্র একই কায়দায় তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করছে গ্রামবাসীরা।পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কার্যত নির্বাক দর্শক হয়ে থাকতে হচ্ছে।যদিও বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, বিক্ষোভ দেখাতে গিয়ে কোন মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয় সে ক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধে যা আইনত ব্যবস্থা আছে তাই গ্রহণ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584