ইন্ডিয়ান অয়েল ডিপো বন্ধের প্রতিবাদে আন্দোলন

0
72

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

the protest movement for close indian oil depot
নিজস্ব চিত্র

সোমবার আলিপুরদুয়ার জেলায় হাসিমারাতে অবস্থিত ইণ্ডিয়া ওয়েল ডিপো উঠে যাচ্ছে হাসিমারা থেকে এর প্রতিবাদে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিল বিজেপি কালচিনি ৯ নং মণ্ডল কমিটি আজ বিজেপি পক্ষ থেকে হাসিমারা ইণ্ডিয়া ওয়েল ডিপো সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ডিপো ম‍্যানেজারকে ডেপুটেশন প্রদান করা হয়।

the protest movement for close indian oil depot

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোচবিহারে পানীয় জল সঙ্কটের প্রতিবাদে আন্দোলন

the protest movement for close indian oil depot

অতুল সুবা,বিজেপি নেতা।নিজস্ব চিত্রবিজেপি আলিপুরদুয়ার জেলা কমিটির নেতা অতুল সুবা জানান যে বিগত ৬৩ বছর ধরে এই ডিপোটি এখানে আছে আর আচমকা এই হাসিমারা থেকে ডিপোটি উঠে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিপো উঠে গেলে প্রত‍্যক্ষ অপ্রত‍্যক্ষ ভাবে প্রায় ৫০০০ লোক কর্মহীন হয়ে পড়বে কেননা এখানে প্রায় ১৫০ উপরে ট্রাক চলে তার ড্রাইভার চালক সবাই কর্মহীন হয়ে পড়বে আমরা কিছুতেই ডিপো এখান থেকে উঠতে দেবনা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here