রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
কান্দী বিধানসভায় কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে বহরমপুর লোকসভায় তৃণমূল প্রার্থী হয়েছেন অপূর্ব সরকার (ডেভিড)।নির্বাচন কমিশন সেই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে।কিন্তু সেই বিধানসভা কেন্দ্রে কেন এখনও প্রার্থী পদ ঘোষণা করা হল না,এই অভিযোগে শনিবার রাত্রে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে কান্দী পুরসভার নির্দল কাউন্সিলর (আদতে কংগ্রেস কর্মী বলেই পরিচিত) দেবজ্যোতি রায়,তাঁর স্ত্রী শান্তনা রায় এবং কিছু অনুগামী।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে এসে অধীরকে কটাক্ষ ফিরহাদের
কান্দী পুরসভার ১২ এবং ১৬ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত দেবজ্যোতি বাবু এবং তার স্ত্রী শান্তনা দেবী।নির্দল হলেও তারা লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোট প্রচারে সামিল হন।কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী আগামী ২০ মে কান্দী বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন।এখনও পর্যন্ত কেন এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল না এই প্রশ্ন নিয়ে তারা অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি ঘেরাও করে জেমো বাঘডাঙ্গা এলাকায়।
অধীর বাবুর সাথে দেবজ্যোতি বাবুর রীতিমতো বচসা হয়, দেবজ্যোতি বাবুর অনুগামীরা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে উদ্দেশ্য করে অশ্লীল খিস্তি খেউরও করে।তাদের দাবী এই যে,লোকসভা কেন্দ্র জিততে অধীর চৌধুরী ডেভিডের সাথে রফা করেছে এবং সেখানে টাকার রফা হয়েছে তাই প্রার্থী পদ ঘোষণা করা হয় নি।দেবজ্যোতি বাবু আরও জানান যে,তিনি এই বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584