নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যজুড়ে চলছে কাটমানি ইস্যু।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর টাকা ফেরতের কারণে ঘাম ছুটেছে তৃণমূল স্থানীয় নেতাদের।কাটমানি ফেরত চেয়ে রাত পর্যন্ত বিক্ষোভ বিজেপির।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দাড়িমারা গ্রামের।
জানা গিয়েছে নিমাই বারিক (দারিমারা), শঙ্কর দাস (বাঁধগোড়া), তপন ভুঁইয়া (বড়ামারা),রাজেন হাঁসদা (বাঁধগোড়া) নামক কতিপয় তৃণমূল কর্মী প্রধানমন্ত্রী আবাস যোজনা,ইন্দিরা বিকাশ যোজনা,১০০ দিনের কাজ সহ একাধিক সরকারী প্রকল্পের কাজ দেওয়ার নাম করে টাকা আত্মসাত করে।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে স্কুল শিক্ষক পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ
সেই দাবিতে বিকেল থেকে রাত পর্যন্ত নিমাই বারিকের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি।যদিও মূল অভিযুক্ত নিমাই বারিক তিনদিন ধরে পলাতক।রাত পর্যন্ত চলা এই বিক্ষোভ অবস্থান তুলতে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।
তৃণমূল নেতাকে মদত ও আশ্রয় দেওয়ার কারণ দেখিয়ে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থককেরা।পরে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয় পুলিশ।ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584