কোচবিহার জেলা আরক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

0
42

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

the protest of bjp in cooch behar
নিজস্ব চিত্র

৭ দফা দাবির ভিত্তিতে সোমবার কোচবিহার জেলা আরক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী সমর্থকেরা।এই দিন দলের কোচবিহার জেলার সভানেত্রী মালতি রাভা রায়,অবজারভার শ্যাম চাঁদ ঘোষ,যুব মোর্চার জেলা সভাপতি সমীর রায়,কোচবিহার জেলা মিডিয়া কনভেনার পার্থ সারথি সাহা প্রমুখের নেতৃত্বে এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে আরক্ষা ভবন অভিযান করে।

the protest of bjp in cooch behar
মালতি রাভা রায়।নিজস্ব চিত্র

গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও এই কর্মসূচি পালিত হয়। বিজেপির এই কর্মসূচিকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে সকাল থেকেই সাগরদীঘি চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।আরক্ষা ভবনের ২ পাশের রাস্তার ১০০ মিটারের মধ্যে তৈরি করা হয় ব্যারিকেট।

আরও পড়ুনঃ বারুইপুর জেলা পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ

শেষ পর্যন্ত দলের একটি প্রতিনিধি দল জেলার পুলিশ সুপার নিম্বালকর সন্তোষকে ৭ দফার দাবি জানিয়ে একটি স্মারক পত্র দেয়।

জেলার মারুগঞ্জে বিজেপি কর্মী আনন্দ পালের হত্যা কারিদের গ্রেফতারের দাবি জানিয়ে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিভিন্ন শ্লোগান দেয় তারা।

জেলা বিজেপি সভাপতি মালতি রাভা রায় বলেন, “গোটা জেলা জুড়ে তৃনমূল সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছে আমাদের কর্মী সমর্থকদের ভয় দেখানো হচ্ছে।

আর এদের মদত দিছে পুলিশ। একি সাথে তাঁর অভিযোগ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশ অকারণে বিজিপি কর্মীদের হয়রানি করছে। অবিলম্বে পুলিশ এসব বন্ধ না করলে বিজেপি গ্রাম থেকে গ্রামান্তরে বৃহৎ আন্দলন গড়ে তুলবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here