নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সব ঠিকঠাকই চলছিল।কিন্তু প্রশাসনের তাল কাটল ভোট কেন্দ্রে যাওয়ার গাড়ির চালকদের বিক্ষোভের জেরে।
বুধবার সকালে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি পাঠাতে চাইলেই বেঁকে বসেন চালকরা।তাদের ভোট দেওয়ার জন্য ইডি পেপার সরবরাহ করেনি জেলা নির্বাচন দফতর।পরে অবশ্য প্রশাসন তাদের ভোটের নিশ্চয়তা দিলে তারা তাদের বিক্ষোভ তুলে নেন।এছাড়া আলিপুরদুয়ারে দিনভর ভোটের কাজের প্রস্তুতি চলেছে পুরো দমে।
আরও পড়ুনঃ নিরাপত্তার দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেও দায়িত্ব পালনের পথে ভোট কর্মীরা
আলিপুরদুয়ার কলেজেই করা হয়েছে ইভিএম রাখার স্ট্রংরুম।আলিপুরদুয়ার কলেজ গ্রাউন্ড থেকে জেলার সব ভোট কর্মীদের ভোটের সামগ্রী সরবরাহ করা হয়েছে।
এখানেই আবার ভোটের পর সব কিছু জমা দেবেন ভোট কর্মীরা।আলিপুরদুয়ার জেলা নির্বাচন আধিকারিক শুভাঞ্জন দাস বলেন,“আমরা ভোট পরিচালনা করতে প্রস্তুত আছি।সুষ্ঠু ভোট পরিচালনার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584