মনিরুল হক,কোচবিহারঃ
সমকাজের সমবেতন,বকেয়া মহার্ঘভাতা প্রদান ও ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার দাবিতে বিক্ষোভ দেখাল সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।মঙ্গলবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ওই সংগঠনের কর্মী সমর্থকরা।জানা গেছে,জেলার পাঁচটি মহকুমাতেই বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন সরকারি কর্মচারীদের ওই সংগঠন।সমকাজের, সমবেতন,বকেয়া মহার্ঘোভাতা প্রদান ও ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার দাবি নিয়ে এই বিক্ষোভ হয়।
আরও পড়ুনঃ বিদ্যালয়ে দু’মাসের ছুটির বিরুদ্ধে বিজেপি শিক্ষক সংগঠন ও ডিএসও-র বিক্ষোভ
এদিন ওই সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পুলক বিশ্বাস বলেন, ২০১৫ সনে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে পে-কমিশন গঠন হলেও তার কার্যকারি হয়নি আজও। তিনি আরও বলেন,এই কমিশন গঠন এর সময় ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করার কথা বলেছিল রাজ্য সরকার।কিন্তু প্রায় চার বছরও এই নিয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি রাজ্য সরকার।কো-অর্ডিনেশন কমিটির অভিযোগ রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে পশ্চিমবঙ্গ সরকার।
এদিন কোচবিহার সদর ছাড়াও মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, দিনহাটা, মেখলিগঞ্জে এই কর্মসসূচি পালন করা হয় বলে জানান ওই সংগঠনের নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584