নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
চার দফা দাবির ভিত্তিতে বুধবার কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণে বিক্ষোভ দেখালেন ফিমেল হেলথ অ্যাসিস্ট্যান্টরা।
তাদের দাবি তাদের নার্সিং ক্যাডারের অন্তর্ভুক্ত করতে, গ্রেডেশন দিতে হবে,সুপার ভাইজার পদে পদন্নোতি করতে হবে এবং তাদেরই প্রয়োজনে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কমিউনিটি হেল্থ অফিসার পদে নিযুক্ত করতে হবে।
এই চার দফা দাবির ভিত্তিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিরকে তাঁরা একটি স্বারকপত্রও দেয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে রিয়া রায় জানান, ‘আমরা দীর্ঘ দিন থেকে স্বাস্থ্য বিভাগে কাজ করছি। আমরা চাই আমাদের দাবি গুলো যথাযথ ভাবে বিবেচনা করা হোক।
আরও পড়ুনঃ সংখ্যাগরিষ্ঠ হয়েও পঞ্চায়েত গঠনে বাধা, বিক্ষোভ বিজেপি
আমরা আশাবাদী রাজ্য সরকার আমাদের দাবিকে মান্যতা দেবে।আমাদের দাবি নিয়ে আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে যে স্বারকলিপি জমা দেওয়া হয়েছে তা তিনি উচ্চ পর্যায়ে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584