নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পাঁচ বছর ধরে টাকা নেওয়ার পরও পাইনি আবাস যোজনার বাড়ি।প্রতিবাদে তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে আনন্দপুর থানার অন্তর্গত হাড়িয়ামারা গ্রামের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনার আগাম আঁচ পেয়ে ফেরার তৃণমূলের ওই লোকজন। গ্রামবাসীদের অভিযোগ , গ্রামের তৃণমূলের নেতা নব কুমার মূর্মু, বিশ্বজিৎ মুর্মু, সাধন মুর্মু গ্রামের প্রায় ৭২ জন বাসিন্দার কাছে গৃহনির্মান প্রকল্পের বাড়ি করে দেবে বলে টাকা নিয়েছে।
আরও পড়ুনঃ ঝাঁকরায় তৃণমূল নেতাদের দূর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের
২৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বিভিন্ন লোকজনের কাছে। জমি থেকে গরু, সমস্ত জিনিস বিক্রি করে এই টাকা নেতাদের দিতে বাধ্য হয়েছিল গ্রামবাসীরা।
অভিযোগ তারপরও কেউ বাড়ি পায়নি। শুক্রবার বেলা ১১ টার পর তাই ওই তিন নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরিস্থিতি বুঝতে পেরে ফেরার হয়ে গিয়েছিল ওই নেতারা। পরে আনন্দপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584