নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
সোমবার ফালাকাটার বিদ্যুৎ বন্টন দফতরে বিক্ষোভ দেখালো শালকুমার এলাকার কয়েকশ গ্রামবাসী।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ।
অভিযোগ,গত কয়েক মাস ধরে শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন পারায় ট্রান্সফরমার বিকল হয়ে ভোল্টেজ নেই প্রদীপের শিখার থেকেও বিদ্যুতের আলো কম।বারংবার দফতরে লিখিত অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি।অভিযোগ জানানোর জন্য নীসুল্ক ফোন নম্বর গুলো কাজ করেনা,বাধ্য হয়েই আজ গ্রামবাসী বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ বিজেপির বিক্ষোভ ঘিরে অশান্ত কেশপুর, বোমা-গুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাফ
এই বিষয়ে ফালাকাটা বিদ্যুৎ দফতরের এসএই (সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়র)প্রশান্ত সুব্বা বলেন, ‘এলাকার অসুবিধা আমরা জানি কিন্তু জেনেও উপায় নেই।দিনের পর দিন প্রতিটি বাড়িতে লোড বেড়েই চলেছে।কিন্তু ক্যাপাসিটি কম।আমরা আগামী কালের মধ্যে ট্রান্সফরমার পাল্টে নতুন লাগিয়ে দেব।’ পরে পুলিশ ও এসআই এর আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584