নারায়ণগড়ে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বোমা উদ্ধার, উত্তেজনা

0
78

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ফের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বুধবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার তেঁতুলিয়া ভুমজান গ্রামে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

Bomb has rescued TMC party Office

এরপর গ্রামবাসীরা বেরিয়ে এলে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে মুখে কালো কাপড় পড়া বেশ কিছু দুষ্কৃতী পালিয়ে যায়। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ এসে তৃণমূল কার্যালয়ের ভেতর থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে।

Bomb has rescued TMC party Office
নিজস্ব চিত্র

গ্রামবাসীদের অনুমান সারারাত বোমা বাধার কাজ চলছিল ওই পার্টি অফিসে। পুলিশ এলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।

Bomb has rescued TMC party Office
উদ্ধার হওয়া বোমা।নিজস্ব চিত্র

প্রসঙ্গত নারায়ণগড় ব্লকের বিভিন্ন গ্রামে এর আগেও বহুবার বোমা মজুতের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এক বছর আগেই নারায়ণগড় ব্লকের মকরামপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় মারা যায় তিন তৃণমূল কর্মী।

Bomb has rescued TMC party Office
নিজস্ব চিত্র

শাসকদলের বিরুদ্ধে বোমা মজুদ করার অভিযোগ তুলে ইতিপূর্বে সরব হয়েছে বিজেপিও। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের।

Bomb has rescued TMC party Office
স্থানীয় তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

পুলিশের মদতেই নারায়ণগড় কার্যত বারুদের স্তূপে পরিণত হচ্ছে বলে দাবি বিজেপির। যদিও পুরোটাই বিজেপির চক্রান্ত বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

Bomb has rescued TMC party Office
বিজয় দলুই,বিজেপি নেতা।নিজস্ব চিত্র

স্বাধীনতা দিবসের প্রাক্কালে এভাবে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নারায়ণগড় এলাকায়, বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি বিশ্বনাথ দলুইয়ের অভিযোগ, পুলিশের সঙ্গে তৃণমূলের হাত মিলিয়ে গোটা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল বাহিনী আমরা বহুবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি।

আরও পড়ুনঃ দলীয় নেতার ক্ষোভের মুখে বিধায়ক

তিনি আরও অভিযোগ গতকাল স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব এলাকায় বিভিন্ন কর্মসূচি করবে ব্লক বিজেপি সেই কর্মসূচিকে বানচাল করতেই তৃণমূলের এই পদক্ষেপ বলে অভিযোগ করেন।

Bomb has rescued TMC party Office
পুলিশের সাথে বচসা স্থানীয় বাসিন্দাদের।নিজস্ব চিত্র

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেন তাদের পাল্টা অভিযোগ বিজেপি এখানে বেশ কিছুদিন ধরে অত্যাচার করে আসছে আমাদের কর্মীদের উপর মারধর করছে এবং এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যে এলাকায় উত্তেজনাপূর্ণ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here