নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শিবমন্দির থেকে খুলিয়াপুকুর পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল ৫ থেকে ৬ বছর আগে,কিন্তু রাস্তার বেহাল দশা হয়ে যাওয়ায় যান চলাচল থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল।সেই মতো পুনরায় খড়্গপুর পুরসভার উদ্যোগে সেই রাস্তা সারাইয়ের কাজের জন্য টেন্ডার দেওয়া হয়,সেই মতো কাজও চলছিল জোর গতিতে,এর পর স্থানীয় বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে প্রতিবাদ জানায়।
স্থানীয় বাসিন্দা সুষমা ওঝার অভিযোগ খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই রাস্তা,সিডুল অনুযায়ী হচ্ছে না কাজ,ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার দশা বেহাল হতে শুরু করে।
আরও পড়ুনঃ আক্রান্ত দলীয় কার্যালয়,প্রতিবাদে সিউড়িতে মিছিল তৃণমূলের
অন্য দিকে ওই রাস্তার টেন্ডার প্রাপ্ত গৌতম মহাপাত্র জানান আমরা সিডুল অনুযায়ী কাজ করছি,বহুবার এলাকার বিভিন্ন মানুষকে এই সিডুলের কপি দেওয়া হয়েছে,তা সত্ত্বেও রানিং কাজ কেন বন্ধ করে দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না,যদি আমার কাজে ভুল ত্রুটি থাকে তাহলে ইঞ্জিনিয়ারকে ডাকা হোক এমনটাই বক্তব্য কন্ট্রাক্টর গৌতম মহাপাত্রের।যদিও এই মুহূর্তে সমস্ত কাজ বন্ধ করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584