বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় মন্তেশ্বরে চাষিদের অবস্থান বিক্ষোভ

0
38

শ্যামল রায়,কালনাঃ

The protest of Manteswar farmer for cut off electricity
ধর্ণায় বসেছেন চাষিরা নিজস্ব চিত্র

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্তেশ্বর ব্লকের কয়েকশো চাষি তাদের জমিতে সেচের জন্য নেওয়া বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ অবস্থান করল। চাষিদের অভিযোগ যে বিদ্যুৎ বিল এসেছে অনেক।অসম্ভব হারে বিদ্যুৎ বিল আসার ফলে তারা ক্ষোভে ফেটে পড়েছেন।অথচ তারা বিলের টাকা পরিশোধ করার কথা জানালেও বিদ্যুৎ দপ্তর চাষিদের কথা না শুনে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে।তাই এদিন বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার বিরুদ্ধে কয়েকশো চাষি বিক্ষোভ এবং গণঅবস্থান করল বাজারে।

কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে এই ধরনের বিক্ষোভ এর নেতৃত্বে ছিলেন কমিটির অমিয় মন্ডল,অসিত দা, বুলবুল মোল্লা,ইউসুফ শেখ প্রমুখ। চাষিদের অভিযোগ যে বিদ্যুৎ দপ্তর যদি তাদের দাবি মত বিল না নেয় তাহলে তারা লাগাতারভাবে এবং বৃহৎ আন্দোলনের ডাক দেবে।অমিয় মন্ডল জানিয়েছেন যে তারা অবশ্যই বিদ্যুৎ বিল দেবে তবে একসঙ্গে লক্ষ টাকার বিল দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুনঃ মদ নিষিদ্ধকরণের দাবীতে এসইউসিআই-এর বিক্ষোভ ডেপুটেশন

আর অসম্ভব হারে আসল টাকার সুদ নেওয়ার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। সাতগাছিয়া বিদ্যুৎ দপ্তর চাষিদের হয়রানি এবং প্রতারিত করছে বলে অভিযোগ করে এদিনকার বিক্ষোভ অংশগ্রহণকারী চাষিরা।শনিবার মালডাঙ্গা রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সংগ্রাম কমিটির তরফ থেকে জানিয়েছেন সভাপতি অমিয় মন্ডল।

যদিও বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে যে চাষিদের বিক্ষোভের বিষয় জানতে নারাজ।দাবি যে সরকারি নিয়ম অনুসারেই তারা বিদ্যুতের বিল চেয়েছেন চাষিদের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here