মনিরুল হক, কোচবিহারঃ
কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। কোচবিহার ১ নং ব্লকে ঘুঘুমারি এলাকার মিছিল সংগঠিত করে তৃনমূল কংগ্রেস।তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও এই ঘটনার তিব্র নিন্দাকরেও কোচবিহার শহরেও বিদ্যাসাগর মূর্তির পাশেও বিদ্যাসাগরের মূর্তি রক্ষার শপথ নেয়।
এই আন্দোলনের নেতৃত্ব দেয় তৃনমূল ছাত্র যুব আন্দোলনের নেতা রাহুল রায়,রাকেশ চৌধুরী,আশোক তরু তালুকদার সহ আরও আনেকে। তাঁদের অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় বিজেপি ও আরএসএস-র হাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মনীষীদের মূর্তি। তারা বাংলার সংস্কৃতিকে ভাঙতে চাইছে।এই আঘাত গোটা বাঙালি সমাজকে লজ্জিত করেছে বলে মন্তব্য করেন তৃনমূল ছাত্র পরিষদের নেতা রাহুল রায়।
আরও পড়ুনঃ কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে আয়াকর্মীদের বিক্ষোভ
এই দিন মূর্তি ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে অমিত শাহের কুশপুতুলদাহ ঘুঘুমারিতে তৃনমূল কংগ্রেস কর্মীরা কুশপুতুল দাহের পাশাপাশি ধিক্কার মিছিল বের করে।এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন দলের কোচবিহার ১নং ব্লকের সভাপতি খোকন মিয়া,সহসভাপতি আজিজুল হক, সুচিস্মিতা দেব শর্মা প্রমুখ।
অন্য দিকে তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তুফানগঞ্জ শহরেও বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে ধিক্কার মিছিল ও আমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে থেকে ওই মিছিল বের হয়ে কাছারি মোড় পর্যন্ত আসে। মিছিলে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি তাপস বর্মন,তনু সেন,মন্টে সিং সরকার সহ আরও অনেকে।
পাশাপাশি কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে হলদিবাড়িতে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অর্ঘ রায় প্রধান।
মঙ্গলবার সন্ধ্যায় অমিত শাহ রোডশো কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় কলকাতায়। ভাঙ্গচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তাল হয় কলকাতা।হামলা চলে বিদ্যাসাগর কলেজে, রেহাই পায়নি বিদ্যাসাগরের মূর্তিও।ওই কলেজে ঢুকে সেখানে থাকা বিদ্যাসাগরের মূর্তিতে হামলা চালায় দুষ্কৃতীরা এই মুর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতর তৈরি হয়।ওই ঘটনার প্রতিবাদে পথে নামে বিভিন্ন রাজনৈতিক দল। রাজ্য জুড়ে মনিষীর মূর্তি ভাঙ্গার ঘটনায় সরব হন রাজ্যের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584