বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে মিছিল বহরমপুরে

0
181

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

the protest rally for break the statue of vidyasagar
নিজস্ব চিত্র

ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ ও আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও চেতনার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে ১৫ ই মার্চ সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়ে পথে নামল এসইউসিআই(সি)।

আজ তাদের জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে গোরাবাজার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে পৌঁছায়, সেখানে মাল্যদান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

the protest rally for break the statue of vidyasagar
নিজস্ব চিত্র
the protest rally for break the statue of vidyasagar
নিজস্ব চিত্র

বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য খাদিজা বানু,দেবাশিস চক্রবর্তী, কৌশিক চ্যাটার্জি।ছাত্র সংঠন ডিএসও,মহিলা সংগঠন এমএসএস,কিশোর কমিউনিস্ট বাহিনী কমসোমল এর পক্ষ থেকেও মাল্যদান করা হয়।

আরও পড়ুনঃ মূর্তি ভাঙার প্রতিবাদে কোচবিহারে তৃণমূলের বিক্ষোভ,পুড়লো কুশপুতুল

এছাড়াও শিক্ষক সংগঠন এসটিইএ’র পক্ষে মাহাফুজুল আলম,বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে মোসাব্বর হোসেন। ঝড় সংবাদ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে মাল্যদান করেন আব্দুল রউফ।প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে এই সভায় বক্তব্য রাখেন কৌশিক চ্যাটার্জি ও খাদিজা বানু।

এসইউসি দলের জেলা সম্পাদক মণ্ডলীর আরেক সদস্য আনিসুল আম্বিয়া বলেন,’গতকাল কলকাতার বুকে অমিত শাহ ‘র নেতৃত্বে মহান মানবতাবাদী বিদ্যাসাগরের যে মূর্তি ভাঙা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।অতীতে লেনিনের মূর্তি,কবি সুকান্ত ভট্টাচার্যর মূর্তি,আম্মেদকরের মূর্তি বিজেপি-আরএসএস বাহিনী ভেঙেছে,আমরা মনে করি এটাও কোনও বিছিন্ন ঘটনা নয়।আসলে জার্মানির ফ্যাসিস্ট শাসক হিটলারের মতো বিজেপি চাইছে যে সমস্ত যুক্তিবাদী মানুষ সমাজকে প্রগতির পথে এগিয়ে নিয়ে গেছেন তাঁদেরকে মানুষের মন থেকে মুছে দিতে।আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সারা বাংলা প্রতিবাদ দিবসের অঙ্গ হিসাবে আজ বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ধিক্কার সভার আয়োজন করেছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here