ওভারব্রীজ তৈরির দাবিতে গণ অবস্থান বেলদায়

0
43

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফ্লাইওভারের দাবিতে গণ অবস্থান করল বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটি। পশ্চিম মেদিনীপুরের বেলদা কেশিয়াড়ি মোড়ে, বেলদা থেকে কেশিয়াড়িগামী রাজ্য সড়কে যে রেলগেট, তার উপরে একটি ফ্লাইওভার তৈরির দাবি উঠেছিল দীর্ঘদিন।

protest rally for bridge | newsfront.co
অবস্থানে বেলদাবাসী। নিজস্ব চিত্র

বেলদা-সহ আশেপাশের সমগ্র অঞ্চলের মানুষের আপৎকালীন পরিষেবার জন্য রয়েছে বেলদা গ্রামীণ হাসপাতাল, যা আর কিছুদিনের মধ্যেই গড়ে উঠবে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে। বেলদার পাশ দিয়ে পশ্চিম দিকে খড়্গপুর ও পূর্বে ওড়িশা যাওয়ার জন্য রয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনাগ্রস্ত রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই বেলদা গ্রামীণ হাসপাতালে।

protest rally for bridge | newsfront.co
অবস্থান মঞ্চ। নিজস্ব চিত্র

তবে বেলদা কেশিয়াড়ি মোড়ের রেলগেটটি প্রায় সময় বন্ধ থাকে রেল চলাচলের জন্য। তাই দুর্ঘটনাগ্রস্ত রোগীদেরকে দ্রুত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।

এছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের গর্ভবতী মায়েদেরকে নিয়ে যাওয়ার সময় এই সমস্যার সম্মুখীন হতে হয়। স্কুলের সময় ছাত্রছাত্রীরা ও শিক্ষকরা ওই গেটে দীর্ঘ সময় আটকে থাকেন। ফলে সঠিক সময়ে স্কুল ও অফিসে পৌঁছাতে পারেন না তাঁরা। তাই উক্ত রেলগেটের উপরে যাতে ফ্লাইওভার গড়ে তোলা হয়, তার দাবি বহুবার উঠে এসেছে এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য এলাকাবাসীদের তরফ থেকে।

আরও পড়ুনঃ কোতয়ালিতে নকল মদ উদ্ধার, ধৃত ১

locality | newsfront.co
উপস্থিত এলাকাবাসী। নিজস্ব চিত্র

অবশেষে বুধবার বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটির পক্ষ থেকে সেই দাবি তুলে গণ অবস্থান শুরু করল বাসিন্দারা। সূত্রের খবর যে পরিমাণ লোকের প্রতিনিয়ত যাতায়াতের উপর নির্ভর করে এই ওভারব্রীজগুলি গড়ে তোলা হয়, সেই সংখ্যা অনেক আগেই পেরিয়ে গেছে।

তবে কেন তা এখনও গড়ে ওঠেনি তার সঠিক কারণ জানেন না কেউ। আজকের এই গণ অবস্থানের ফলে এর সঠিক সুরাহা হয় কিনা সেই দিকে তাকিয়ে বেলদাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here