বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমার ঘোষপুকুর পশ্চিম মাদাতি টোলগেটে ওভার লোড ট্রাকগুলির কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাল উত্তরবঙ্গ ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন দুপুর থেকেই টোলগেটের অফিসের বিক্ষোভ দেখাতে শুরু করেন।
যদিও ট্রাক মালিকদের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই যে কেন্দ্র সরকারের নিয়মে চলে এসেছে যে কোন ট্রাকে অতিরিক্ত যতটা মাল নেওয়া যাবে ততটা মাল নিয়ে গেলে,তার একটা নির্ধারিত টাকা নেওয়া হয়।
কিন্তু শুধু মাত্র ঘোষপুকুর পশ্চিম মাদাতিটোলগেট ও সূর্যাপুর টোল গেটে অবৈধ ভাবে বেশি টাকা নেওয়া হয় ট্রাক চালকদের কাছ থেকে। এমনকি অতিরিক্ত টাকা নেবার লিস্ট দেখতে চাইলে ট্রাক চালকদের দেখানো হয়না। এর পাশাপাশি ট্রাক চালকদের মারধর করা হয়।
এবং ট্রাকের যাবতীয় কাগজ পত্র নিয়ে নেওয়া হয়। তবে গোটা অল ইন্ডিয়ায় ওভার লডের জন্য সরকারের নির্ধারিত টাকা নেওয়ার কথা। কিন্তু ঘোষপুকুর টোলগেট সেই নিয়ম নামতে চায়না। এমনকি এদিন উত্তরবঙ্গ ট্রাক চালক অ্যাসোসিয়েশনের সদস্যরা কথা বলতে গেলে রীতিমতো হেনস্থা করা হয়।
আরও পড়ুনঃ অন্ধ প্রশাসন,হাসাপাতালের প্রবেশ পথেই অবৈধ নির্মাণ
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানা ও ঘোষপুকুর থানার বিশাল পুলিশ।এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে ট্রাক মালিকদের দাবি যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবে।
অপরদিকে পুলিশের সামনেই উওরবঙ্গ ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের মালিরা বেশ কিছুক্ষণের জন্য অনান্য গাড়িগুলিকে টোল গেটে টোল ছাড়াই অন্য গাড়িগুলিকে ছেড়ে দেবার চেষ্টা করে। কিন্তু টোলের কর্মীরা বাধা দেয়। এরপর হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে।
এরপর পুলিশ দুই পক্ষ কেই সামাল দেয়।অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রুলাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত ও ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত লামা।পুলিশের প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584