কালিয়াগঞ্জে কাটমানির প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

0
57

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

the protest rally for katmani | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার টাটফাটা রৌদ্রকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের উদ্যোগে কালিয়াগঞ্জ সহ রাজ্যের সর্বত্র যে ভাবে কাটমানি নেবার প্রতিবাদে ঝড় উঠেছে সেই ঝড় থেকে বাদ গেলনা কোনো জায়গা।বুধবার কালিয়াগঞ্জ শহরের কংগ্রেসের রাজীব ভবন থেকে একটি মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির আসে।সেখানে বক্তব্য রাখেন ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কমিশনার মঞ্জুরী দত্ত দাম।

the protest rally for katmani | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন রাজ্যে সরকার সারা বছর ধরে নানান ভাবে সরকারি উৎসবের নামে অর্থের নয়ছয় করে আসছে।এবার আবার তার সাথে আর একটি উৎসব যোগ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম “কাট মানি উৎসব”।এ এক অভিনব উৎসব এই রাজ্যের সর্বত্র শুরু হয়েছে।যা ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এই উৎসব হয়না।তিনি বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের আগে সততার প্রতীক বলে বলা হত।

আরও পড়ুনঃ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে কাটমানির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর,উত্তপ্ত শিতলখুচি

the protest rally for katmani | newsfront.co
কংগ্রেসের প্রতিবাদ সভা।নিজস্ব চিত্র

এখন সেই মুখ্যমন্ত্রীর নামের আগে সততার প্রতীক কথাটা উঠে গিয়ে নুতন একটি বিশেষণ বসেছে যার নাম কাট মানির প্রতীক।মঞ্জুরী দত্ত বলেন এই তৃণমূল নামক দলটা গরিব মানুষের সরকারের পাওয়া অর্থ যে ভাবে প্রতিটি ক্ষেত্রে লুটপাট করেছে তা এক কথায় লজ্জার ও ধীক্কার জানানোর ভাষা নেই।মানুষের মধ্যে নবজাগরণ শুরু হয়েছে।তাই তৃণমূলের মুখোশ ধারী সমাজসেবীদের রাস্তাঘাটে কম দেখা যাচ্ছে।

কংগ্রেসের যুব নেতা তুলসী জয়সওয়াল বলেন, মানুষ চোরদের তাড়িয়ে ডাকাতদের এনেছে।এই শাসক দল বাহুবলে ক্ষমতায় এসে রাজ্যের মানুষদের পথে বসিয়েছে।প্রতিটি ক্ষেত্রেই এরা টাকা ছাড়া কিছু বোঝে না। এরা সারদা নারদার কোটি কোটি টাকা লুটপাট করেছে তেমনি আবার প্রতিটি সরকারি প্রকল্পের থেকে কাটমানি খেয়ে ফুলে ফেঁপে উঠেছে।যদিও সুদে আসলে ফেরত দেবার সময় আগতপ্রায়।

যুব কংগ্রেস নেতা গিরিধারী প্রামানিক।পথ সভায় শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত।সুজিত বাবু বলেন, “তৃণমূলের কাটমানির নায়কেরা বর্তমানে বিজেপিতে গিয়ে শুদ্ধি করুন প্রক্রিয়ায় এখন নাম লিখতে ব্যস্ত।

আসলে যারা গরিবের পয়সা লুট করে আবার বিজেপিতে ঢুকছে এরাও এক শ্রেণীভুক্ত।” সুজিত দত্ত আরও বলেন, “কালিয়াগঞ্জ পৌর সভায় বিরোধী দল হিসাবে একটি ডেপুটেশন দেবার চেষ্টা করেও তা দিতে পারিনি।আসলে পৌর সভার পৌরপিতা ডেপুটেশনে নিতে কোন আগ্রহ দেখাচ্ছেন না কোন এক অজ্ঞাত কারণে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here