নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত কয়েক দিন আগে উত্তর প্রদেশের সোনেভাদরা জেলার উভা গ্রামে গুলি চালিয়ে ৩ জন মহিলা সহ ১০ জন আদিবাসী কৃষক খুনের ঘটনায় শনিবার মেদিনীপুর জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখায় এসইউসিআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।
এই দিন মেদিনীপুর শহরের কর্নেল গোলা থেকে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে অবশেষে জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়।
অভিযোগ বিজেপি শাসিত উত্তর প্রদেশের সোনেভাদরা জেলার উভা গ্রামে আদিবাসী সম্প্রদায়ের জমি জোর করে দখল করতে ১৭ জুলাই গ্রাম প্রধানের নেতৃত্বে ২০০ জন বিজেপি র গুন্ডা বাহিনী বেপরোয়া গুলি চালিয়ে ৩ জন মহিলা সহ ১০ জন আদিবাসী কৃষককে খুন করে।শত শত গুলি বৃদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আরও পড়ুনঃ টোটর বদলে ই-রিক্সা, প্রতিবাদ মিছিলে চালকরা
মোদী- যোগী র খুনি বিজেপির দুষ্কৃতী বাহিনী ১০ জনের প্রাণ কেড়ে নিলো এই বর্বরতা র প্রতিবাদে শনিবার জেলা শাসক দফতরের সম্মুখে বিক্ষোভ দেখানো হয়।বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক নারায়ন অধিকারী,কৃষক সংগঠন AIKKMS এর জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, জেলা কমিটির সদস্য দীপক পাত্র,
(এসইউসিআই পঞ্চায়েত সদস্য), আদিবাসী আন্দোলন এর নেতা বঙ্কিম মুর্মু প্রমুখ।
এই দিন জেলা এসইউসিআই সম্পাদক নারায়ন অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “দেশের আদিম অধিবাসীদেরকে উৎখাত করতে বিজেপি নানান কালা কানুন এনে গরীব মানুষ এর বিরুদ্ধে কর্পোরেট পুঁজির স্বার্থে যুদ্ধ ঘোষণা করেছে।এই হত্যালীলা তার অঙ্গ।
এই বর্বরতার বিরুদ্ধে সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষ প্রতিবাদে সোচ্চার হোন।আগামী দিনে দুর্বার আন্দোলন চলবে।” এইদিন জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584