মেদিনীপুরে এবিটিএ-এর বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন

0
41

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

protest rally of abta | newsfront.co
নিজস্ব চিত্র

শিক্ষা বিষয়ক ও পেশাগত নানা দাবিতে প্রখর রোদকে মাথায় নিয়ে মেদিনীপুর শহরের রাজপথে এবিটিএ-র নেতৃত্বে মিছিলে সামিল হলেন চার শতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষকর্মী।

 protest rally of abta | newsfront.co
নিজস্ব চিত্র
 protest rally of abta | newsfront.co
বিক্ষোভ সমাবেশ।নিজস্ব চিত্র

ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ ও তা দ্রুত কার্যকরী করা,সমকাজে সমবেতন,শূন্য পদে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবী সহ শিক্ষা সংক্রান্ত ৫৫ দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ডি আই (মাধ্যমিক)-এর কাছে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির।এদিন ডেপুটেশনের আগে শিক্ষক ও -শিক্ষিকা-শিক্ষকর্মীরা কর্মচারী ভবন প্রাঙ্গণে সমবেত হন।

আরও পড়ুনঃ ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চর কাটার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

 protest rally of abta | newsfront.co
নিজস্ব চিত্র

কর্মচারী ভবন থেকে মিছিল শুরু হয়ে মিছিল বিদ‍্যাসাগর মূর্তির পাদদেশে যায় সেখান থেকে পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশ হয়ে ডি আই চত্বরে প্রবেশ করে। ডি আই অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবিটিএ এর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক অশোক ঘোষ ও গঙ্গাধর বর্মণ সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব।

সভার সভাপতিত্ব করেন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহ-সভাপতি সুবীর সিনহা।সমাবেশ থেকে জেলা সম্পাদক বিপদতারণ ঘোষের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ডি আই অমর শীলের কাছে দাবি সনদ পেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন মৃণাল নন্দ,সত‍্যকিঙ্কর হাজরা,শ্রীবাস জানা, কৃষ্ণা সর্দার,জগন্নাথ খান, সুমন ঘোষ প্রমুখ।

এদিনের ডেপুটেশনে জেলার তিনটি মহাকুমার চার শতাধিক শিক্ষক-শিক্ষিকা -শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ জানান শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের পেশা ভিত্তিক নানা দাবী এবং শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে আগামী ২৪শে জুলাই কলকাতায় রাজ‍্যস্তরীয় বৃহত্তর শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here