নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
টানা দুই মাস স্কুল বন্ধের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখালো এআইডিএসও।তার সাথে শিক্ষা দিবস নষ্ট না করে উপযুক্ত পরিকাঠামো সহ সব ঋতুতেই পঠন পাঠনের ব্যবস্থার দাবিতে এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে ধিক্কার জানিয়ে বহরমপুর শহরে বিক্ষোভ মিছিল করল প্রতিবাদী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও।এদিন গ্রান্ট হল থেকে জমায়েত করে প্রায় ৫০ জনের একটি মিছিল শহর পরিক্রমা করে আসে টেক্সটাইল কলেজ মোরে।সেখানে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ,এরপর চলে সভা।
আরও পড়ুনঃ পুলিশ স্টিকার মারা গাড়িতে বিজেপির পতাকা,বিক্ষোভ তৃণমূলের
সংগঠনের জেলা সম্পাদক সাবির আলি জানান-‘দুই মাস স্কুল ছুটি রাখার অবৈজ্ঞানিক সরকারি সিদ্ধান্ত বাতিল করে অতিদ্রুত স্কুল গুলো খোলা,সব ঋতুতে ক্লাস নেওয়ার মতো পরিকাঠামো,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দেওয়া ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে ভর্তির যথাযথ ব্যবস্থা করার দাবিতে,স্কুল কলেজে ভর্তি ফি কমানো এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে যাতে দ্রুত বিদ্যাসাগরের মূর্তি বসানো হয় সেই দাবিতে আজ আমরা বিক্ষোভ মিছিল করলাম।’
যদিও এই দাবিতেই গত ১৪ মে সংগঠনের পক্ষ থেকে ডি আই- এর কাছে স্মারকলিপি তুলে দেয় ডিএসও জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584