বন্দর বে-দখলের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

0
42

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

বন্দরকে বে-দখলিদের হাত থেকে বাচাঁনোর পাশাপাশি সংস্করনের দাবি তুলে বন্দর গেটের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সর্মথকেরা।

নিজস্ব চিত্র

স্থানীয় তৃণমূল নেতা সাগর মেরিন সমবায় সমিতির সম্পাদক আবদারালি সাহার বিরুদ্ধে এই বিক্ষোভ বলে জানা যায়।পরে সাগরদ্বীপ মায়াগোয়ালিনি বন্দর ঘুরে একটি মিছিল তৃণমূলের বিরুদ্ধে আন্দলনের ডাক দেয়।

কোথাও পলেস্তার খসে পরা ইটের দেওয়াল। কোথাও ঝুলে ভরা ভাঙা জানালা।এদিক ওদিক ছিটিয়ে রয়েছে মর্চে পরা লোহার সামগ্রী।তালা দেওয়া বন্ধ ঘর।ভাঙা ট্রলারের টুকরো।একটা সময় যেগুলি ব্যবহৃত হত মৎসজীবীদের জন্য। আজ হারাতে বসেছে বাম আমলের তৈরী সাগরদ্বীপের স্বপ্নের মৎসবন্দর।যে বন্দর বর্তমানে চলছে জবর দখল।এর নেপথ্য রয়েছে মুষ্টিমেয় ক্ষমতাশিল কিছু মানুষ।

নিজস্ব চিত্র

যারা মৎসজীবিদের সরঞ্জাম সরিয়ে ইমারতি ব্যবসা করছে।যার জেরে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী সাগরদ্বীপের মায়াগোয়ালিনি বন্দর।বন্দরে প্রথম থেকে সাগর মেরিন সমবায় সমিতি থাকলেও সরকারী সাহায্য ছাড়া আজ তা বিলুপ্তির পথে মায়াগোয়ালিনি বন্দর।

আরও পড়ুনঃ বিষ্ণুপুরে কাটমানি টাকা ফেরতের দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল

মৎস দফতরে জানিয়ে আজও মেলেনি মৎসজীবিদের কোন সুরাহা।তাই বন্দরের দখল ঠেকানোর পাশাপাশি অস্তিত্ব রক্ষা করতে সরজমিনে নামলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

রুদ্রনগর বিজেপি মন্ডল সভাপতি অশোক নায়েক বন্দর বাঁচাতে পথে নামেন।তারই নেতৃত্তে বন্দরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সর্মথকেরা।

বিজেপির আরো অভিযোগ।সেক আবদারালি শুধু ইমারতি ব্যবসা করছেন তা নয়,তার পাশেই লোকচক্ষুর আরালে বে-আইনি কাজ করছে বলে দাবি বিক্ষোভকারীদের।২০০৭ সালে দক্ষিন সুন্দরবনে সাগরদ্বীপের রুদ্রনগর গ্রামপঞ্চায়েতেয় মায়াগোয়ালিনিতে নির্মিত হয় বন্দর।

সাগরদ্বীপ মৎসজীবিদের সুবিধার্থে মৎসদফতরের কোটি টাকা ব্যায়ে সম্পুর্ন হয় কাজ।সংস্করনের অভাবে অবহেলায় পরে থাকে মৎসবন্দরের সামগ্রী।প্রথম থেকে সাগর মেরিন সমবায় সমিতি দেখবাল করে।বন্দর যেখানে রয়েছে সেই জায়গা আবদারালি সাহা জায়গা নিজের বলে দাবি করেছে।

তারপর শুরু হয়েছে জটিলতা।সরকারি জায়গা কিভাবে আবদারালি নিজের বলছে।যদিও এই ঘটনা সম্পুর্ন ভিত্তিহীন বলে দাবি করেছেন আবদারালি সাহা।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় সুন্দরবন উন্নয়ন দফতরের চেয়ার ম্যান ওরফে সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরা।মৎসজীবীদের কথা মাথায় রেখে আদৌও উদজীবিত হবে মায়াগোয়ালি বন্দর!সেদিকে তাকিয়ে রয়েছে সুন্দরবনবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here