পিয়ালী দাস,বীরভূমঃ
কাটমানি,বেআইনি বালি খাদান,পাথর খাদান, নিয়ম বহির্ভূতভাবে বীরভূম জেলা জুড়ে তৃণমূল নেতারা যেভাবে টাকা তুলছে তারই প্রতিবাদে রামপুরহাট শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে সিপিএম।গোটা রামপুরহাট শহরটি প্রদক্ষিণ করে এই মিছিল।মিছিলে নেতৃত্ব দেন বীরভূম জেলা ডি ওয়াই এফ আই নেতা পার্থ প্রতিম গুহ। বেশ কয়েকশো কর্মী সমর্থক নিয়ে এই মিছিলের আওয়াজে কল্লোলিত হয়ে ওঠে শহর রামপুরহাট।
বামপন্থী নেতা পার্থ প্রতিম গুহোর দাবি, বীরভূম জেলা জুড়ে যেভাবে তৃণমূলের নেতারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ কারবার এর সঙ্গে যুক্ত তারই প্রতিবাদে আজকে মিছিল। জেলার বিভিন্ন প্রান্তে কান পাতলেই শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের কাটমানির গল্প।বীরভূম জুড়ে যেভাবে তৃণমূল নেতারা দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে তা দেখে আমরা স্তম্ভিত।
আরও পড়ুনঃ বিহারের শিশু মৃত্যুর প্রতিবাদে এসইউসিআই এর প্রতিবাদ মিছিল বেলদায়
এইভাবে কাটমানি নিয়ে তৃণমূলের নেতারা গ্রামেগঞ্জে যে ভাবে সম্পত্তি বাড়িয়েছে নিয়ম বহির্ভূতভাবে তা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়েছে।অবিলম্বে এই সব দূর্নীতি নিয়ে উচ্চ পর্যায়ে সঠিক তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন বামপন্থী নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584