সুদীপ পাল, বর্ধমানঃ

পানাগড় রনডিহায় রাত্রিবাসের পর বর্ধমানের উদ্দেশ্যে আজ বুধবার লংমার্চ শুরু হচ্ছে বুদবুদ বাইপাস থেকে। আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পৌঁছেছিল লংমার্চ। সিপিএম এবং জেলা নেতারা এই লংমার্চে পা মিলিয়েছেন।
গতকাল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী লংমার্চে উপস্থিত ছিলেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ, এনআরসি বিরোধিতা ছাড়াও বারোটি দাবি নিয়ে লংমার্চ দুর্গাপুরের একাধিক জায়গা পরিক্রমা করে। এরপর জাতীয় সড়ক ধরে মুচিপাড়া আসে। কাঁকসার রাজবাঁধে মধ্যহ্নভোজন সেরে ফের শুরু হয় যাত্রা।
আরও পড়ুনঃ ১০৬ দিন পর জামিনে মুক্ত চিদাম্বরম
লংমার্চ পানাগড় ডাকবাংলা মোড়ে পৌঁছালে বীরভূম থেকে আসা কর্মীরা যোগ দেন। লংমার্চে উপস্থিত দলীয় নেতাকর্মীদের বক্তব্য, দেশে ও রাজ্যে কোথাও গণতন্ত্র নেই। কেন্দ্র সরকার বিলগ্নীকরণদের নামে একের পর এক সংস্থা তুলে দিচ্ছে শিল্পপতিদের হাতে। এই অবস্থায় বামেরা যৌথভাবে মানুষের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584