নেতাদের বাড়ি বাড়ি গিয়ে কাটমানির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর,উত্তপ্ত শিতলখুচি

0
44

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

the protest rally of katmani | newsfront.co
নিজস্ব চিত্র

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের নেতা নেত্রীদের বাড়িতে বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষ।ঘটনায় উত্তেজনা দেখা দেয় মাথাভাঙ্গার মহকুমার শিতলখুচির ব্লকের বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের বড় পিঞ্জরিঝাড় গ্রামে।

মঙ্গলবার এই গ্রামের তৃণমূলের প্রভাবশালি সুরেশ বর্মণের বাড়িতে গিয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ করে ওই এলাকাবাসীরা।এদিন দুপুরে ওই এলাকার বেশ কিছু লোকজন সুরেশ বর্মন এর বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার ঘুষের টাকা ফেরতের দাবি নিয়ে বিক্ষোভ সংগঠিত করে।টাকা ফেরতের দাবিতে এদিন এলাকাতে মিছিল করে তারা।

the protest rally of katmani | newsfront.co
অভিযোগের প্রতিবাদ ।নিজস্ব চিত্র
অভিযুক্ত সুরেশ বর্মনের স্ত্রী মল্লিকা বর্মণ(প্রামাণিক)।নিজস্ব চিত্র

অভিযোগকারীদের পক্ষে সন্তোষ বর্মন,কৃষ্ণ বর্মন, দেবশ্রী প্রামানিকরা অভিযোগ করে বলেন, জব কার্ডের কাজ পাইয়ে দেওয়ার নামে,আবাস যোজনার ঘর দেওয়ার নামে বা সালিসি সভাতেও কাটমানি নিয়েছেন সুরেশ বর্মন।এদিন ওই বিক্ষোভ প্রদর্শনের সময় সুরেশ বর্মন বাড়িতে ছিলেন না।যদিও তার স্ত্রী মল্লিকা বর্মন বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।’

দেবশ্রী প্রামাণিক,অভিযোগকারী।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে শিক্ষকদের স্কুলবন্দি করল গ্রামবাসী,ঘটনাস্থলে পুলিশ

একইদিনে আন্দোলনকারীরা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা তথা এলাকার তৃণমূল নেত্রী রেখা বর্মণের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান।আন্দোলনকারীদের অভিযোগ রেখাদেবীও নানা সরকারি প্রকল্পের সুযোগ পাইয়ে দেবার নাম করে টাকা তুলেছেন। বিক্ষোভকারীরা ওই পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে গেলে বচসায় জড়িয়ে পড়ে।

ওই পঞ্চায়েত সদস্যা স্পষ্ট ভাবে জানিয়েদেন, তিনি কারুর কাছ থেকে কাটমানি নেন নি। দলের কেউ থাকলে তাঁর দায় তিনি নেবেন না বলে আন্দোলনকারীদের জানিয়েদেন। একই ভাবে যদি লিখিত ভাবে কোন অভিযোগ পান, তাহলে তিনি নেতৃত্বের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।

কাটমানি আদায় নিয়ে প্রায় প্রত্যেকদিন জেলার কোথাও না কোথাও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা ও জনপ্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ছেন।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ,বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে লোক দেখানো ওই বিক্ষোভ করছে।যদিও বিজেপির পক্ষ থেকে বরাবর দাবি করা হচ্ছে,তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফিরিয়ে দেওয়ার কথা বলার পর থেকে গ্রামের সাধারণ মানুষ তাঁদের টাকা ফিরিয়ে আনার জন্য তৎপর হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তবে এনিয়ে যে জেলা রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, তা বলা যেতেই পারে।

ওই বিক্ষোভ নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবী,বিজেপির কর্মী সমর্থকরাই দলের নেতা ও জন প্রতিনিধিদের বাড়িতে গিয়ে কাটমানি আদায়ের নামে ঝামেলা করছে। অন্যদিকে বিজেপি ওই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, গ্রামের সাধারণ মানুষ কাটমানি আদায় করতে তৃণমূল নেতা ও জন প্রতিনিধিদের বাড়িতে গিয়েছিল।এর সাথে বিজেপির কোন সম্পর্ক নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here