শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

২৪ এপ্রিল হাওড়ার জেলা আদালতে পুলিশ ও হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা অকথ্য অত্যাচার চালায় বলে অভিযোগ।তার পর থেকেই রাজ্য জুড়ে আইনজীবীরা পেন ডাউন কর্মসুচী পালন করছেন দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবীতে।সেই কর্মসুচীর অঙ্গ হিসেবে আজ দক্ষিণ দিনাজপুর জেলা জর্জ কোর্টের আইনজীবীরা দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের জেলা বিচারক ও দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন ও মৌন মিছিলের আয়োজন করেন৷ল ক্লার্ক ও আইনজীবীরা আজ প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের জেলা বিচারকের কাছে ডেপুটেশন জমা দিয়ে মৌন মিছিলে পা মেলান।

এই মিছিলে দুই শতাধিক ল ক্লার্ক ও আইনজীবী মিছিলটিতে অংশে নেন।মিছিলটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালত থেকে শুরু করে সমগ্র বালুরঘাট শহর পরিক্রমা করে আবারও দক্ষিণ দিনাজপুর জেলা আদালত শেষ হয়।যতদিন দোষী ব্যক্তিদের শাস্তি না হবে ততদিন আইনজীবী ও ল ক্লার্কদের এই আন্দোলন চলবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ কোচবিহারে আইনজীবীদের ধিক্কার মিছিল
আইনজীবীদের এই কর্মবিরতির ফলে ভুক্তভোগী হচ্ছেন জেলার দূরদূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা।
তাদের বক্তব্য,বেশ কিছু দিন ধরে আদালতে আইন জীবিদের কর্ম বিরতি হওয়ায় সাজা প্রাপ্তদের কোন বিচার হচ্ছেনা সাথে জামিনও মিলছেনা। ফলে রোজ ভুগান্তির শিকার হতে হচ্ছে আসামীদের পরিবারকে, এমনি অভিযোগ তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584