নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
উত্তরপ্রদেশের শিশু কন্যার উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে কোচবিহারে পথে নামলো ছাত্র ছাত্রীরা।আলিগড়ের শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে ইউনিভার্সিটি বিটি এন্ড ইভিং কলেজের ছাত্র ছাত্রীরা। এই জঘন্য ঘটনার নিন্দা করে এবং দোষীদের ফাসির দাবি জানায় তারা।
সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড়ে বছর তিনেকের এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতন করা হয়।যোগীর রাজ্যে গত ৩০ মে এই ঘটনায়, প্রতিবাদের ঝড় ওঠে গোটা দেশে।ব্যবসায়ীক শত্রুতার কারনেই এই ধরনের নির্মম ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তে সিট গঠন করেছে উত্তরপ্রদেশের পুলিশ।ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ বর্ধিত ছুটির বিরুদ্ধে মালদহে প্রতিবাদ মিছিল
জানা গিয়েছে অভিযুক্তরা শিশুটিকে শারীরিক নির্যাতন করে আস্তাকুঁড়ে ফেলে দেয়। তিন দিন পরে শিশুটির পচাগলা দেহ উদ্ধার করা হয়।এই নির্মম পৈশাচিক ঘটনার’ পরিপ্রেক্ষিতে আলিগড় বার অ্যাসোসিয়েশন অভিযুক্তদের কারও হয়ে মামলা লড়বে না বলে জানিয়েছে।
পুলিশের হাতে ধৃত ঐ দুই অভিযুক্তের ফাসির দাবি জানিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয় কোচবিহারের ইউনিভার্সসিটি বিটি এন্ড ইভিং কলেজর ছাত্র ছাত্রীরা।একই সাথে শিশুটির স্মৃতির উদ্দ্যেশে এক মিনিট নীরবতা পালন করে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584