নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এনআরএস কাণ্ডের প্রতিবাদ এবার গ্রাম্য চিকিৎসালয়ে।ইতিমধ্যেই এনআরএস কাণ্ডকে ঘিরে রাজ্যে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়ার ডাক্তাররা ও এই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে সিনিয়র ডাক্তাররাও।

ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।রোগীদের নিয়ে তাঁর পরিজন হাসপাতালে গেলেও কোনও চিকিৎসা পাচ্ছে না।ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে,এর মধ্যেও গ্রামীণ হাসপাতালগুলিতে মোটামুটি চিকিৎসা চলছিল,এ বার সেই গ্রামে চিকিৎসাও বন্ধ হলো। প্রতিবাদের আগুন জ্বলে উঠতে শুরু করেছে গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রেও।
আরও পড়ুনঃ এনআরএস কাণ্ডের প্রতিবাদে এগরায় চিকিৎসকদের পদযাত্রা

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় কেয়াকুল হাসপাতালের সমস্ত চিকিৎসক ও নার্সরা মিলে নিজেদের নিরাপত্তা ও এনআরএস কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।
এর পাশাপাশি মেদিনীপুর সফরে সিপিআইএমের পক্ষ থেকে এনআরএস সহ জেলার হাসপাতালগুলিতে জটিল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে মিছিল করা হয়।এদিন এই মিছিল জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করা হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584