তোলাবাজদের বিরুদ্ধে জমছে ক্ষোভ, বৃহত্তর আন্দোলনের পথে ট্রাক চালকরা

0
58

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

তোলাবাজদের হাতে ড্রাইভার নিগ্রহের ঘটনা নতুন নয়। তবে ইদানীং এর দাপট যেন ক্রমেই বেড়ে চলেছে। আবারও পুলিশের মদতে তোলাবাজদের হাতে নিগৃহীত হলো ড্রাইভাররা।

প্রতীকী চিত্র

এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকা। জানা গিয়েছে, বংশীহারি থানার পাঞ্জাবি পাড়ায় পুলিশের মদতে তোলাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় তোলাবাজদের বিরুদ্ধে।

গতকাল ভোর রাতে তোলা না পেয়ে আফাজুল শেখ ও মোশারফ আলী নামে দুই ট্রাক ড্রাইভারকে বেধড়ক মারধর করে স্থানীয় তোলাবাজরা । কেড়ে নেওয়া হয় প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পয়সা।

ক্ষুব্ধ ট্রাক চালকরা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সোনার পরিবর্তে ইমিটেশন ফেরত পেয়ে ক্ষোভ ব্যাঙ্কে

এরই প্রতিবাদে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের অন্তত কুড়ি জন ট্রাক মালিক বংশীহারি থানায় এসে প্রতিবাদ জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অবশ্য পুলিশ এ বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি।

ট্রাক চালকদের হুমকি এভাবে তোলাবাজি চলতে থাকলে ভবিষ্যতে তারা জেলার মধ্যে পণ্যবাহী ট্রাক চালানো বন্ধ করবেন এবং বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here