জনপ্রতিনিধিদের বোঝাতে হবে,’ধান দিন চেক নিন’ প্রশাসনিক সভায় নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
68

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

তিন দিনের জেলা সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামখানা ব্লকের নারায়ণপুর ইন্দিরা ময়দানে প্রশাসনিক বৈঠক করেন।এই বৈঠকে চাষীদের সরকারী ধান কেনার প্রকল্পে বিধায়ক জেলা পরিষদের সদস্য সহ জনপ্রতিনিধিদের নির্দেশ দেন,চাষীদের বোঝাতে,যাতে তারা সরাসরি ধান সরকারকে বিক্রি করে। সরকার আর চাষীর মধ্যে যেন কোন মধ্যপন্থী না প্রবেশ করে।তিনি বলেন যে,চাষীদের বোঝাতে হবে,ধান দিন চেক নিন।ফড়েরা ঠকায় কম দাম দেয় আর বলে সরকারের টাকা পাওয়া যাবে না কিন্তু সরকারের টাকা মার যাওয়ার কোন ভয় নেই।

প্রসঙ্গত উল্লেখ যে,গতকালকের পরিষেবা প্রদান অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী ঘোষনা করেন যে,ধান দাও চেক নাও।কিন্তু চাষীরা সরকারি এই প্রকল্পে ধান বিক্রি করতে রাজি নয়।নিউজফ্রন্টে প্রকাশিত সেই খবরে চাষীরা সরকারকে ধান বিক্রিতে অনীহার কারন হিসাবে তাঁরা উল্লেখ করেছিলেন যে,চেক থেকে টাকা পেতে দিন পনেরো সময় লেগে যায় যাতে টানাটানির সংসারে অসুবিধা।তাই ক্ষতি করে হলেও তারা ফড়েদের কাছেই ধান বিক্রি করে।কিন্তু
সরকারি ধান ক্রয় প্রকল্পে যত বেশি চাষীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে তত ফড়েদের দাপট কমবে।ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক।কৃষকের সমস্যাকে সহানুভূতির সাথে বিবেচনা করে তার সমাধান করে সরকার এই প্রকল্পে চাষীদের অংশগ্রহণ করাতে পারলে ফড়েদের দাপট কমবে কৃষিপন্যের কালোবাজারিও নিয়ন্ত্রিত হবে।

the public will be convinced and give paddy take cheque announced by Chief Minister
জন প্রতিনিধিদের নির্দেশ।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ‘ধান দাও চেক নাও’ মুখ্যমন্ত্রীর ঘোষণা,চাষী বলছে ফড়ে দেয় টাকা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here