নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এবার দর্শনার্থীদের জন্য অভিনব উদ্যোগ নিল কুমারগ্রাম ব্লকের বারবিশার অন্যতম দুর্গা পুজো সুভাষপল্লি ইউনিট।প্রতিবছরই বিভিন্ন জিনিস প্যাণ্ডেল থিমের মধ্যে দিয়ে তুলে ধরেন তাঁরা। এবছর তাঁদের পুজোর থিম ‘মহাকাশ’।এবছর সুভাষপল্লি ইউনিট ৩৭ তম পুজো অনুষ্ঠিত হবে।
সুভাষ পল্লী ইউনিটের সদস্য ইন্দ্রজিৎ সাহা বলেন, “বিগত বছর থেকে আমরা থিম প্যান্ডেল করে আসছি।বিগত বছর গুলিতে দর্শনার্থীরা আমাদের প্যান্ডেলে এসেছে তাঁরা আশা রাখে বারবিশা সুভাষপল্লী ইউনিটে এসে নতুন কিছু দেখতে পাবে।
এবার আমরা বিজ্ঞান ভিত্তিক থিম প্যাণ্ডেল আয়োজন করেছি মহাকাশ।এছাড়াও প্রদর্শনী হিসেবি রেখেছি ইসরোর চন্দ্রযান ২ তারপর মহাকাশ নিয়ে থিম থাকবে।এবার আমাদের প্রতিমা হাজার হাতের বিশাল আকৃতির থাকবে এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফ ও জল সংকট বিভিন্ন বিষয় নিয়ে বার্তা দেওয়া হবে ।”
থিম শিল্পী দেবাশীষ সাহা ফৌজদার বলেন, “এই প্যান্ডেলে থাকছে চন্দ্রযান ২,এরপর থিমে মহাকাশের বিভিন্ন দৃশ্য দেখতে পাবে দর্শনার্থীরা।
আরও পড়ুনঃ দেবীর কৃপা প্রার্থনায় মাতৃ আরাধনা সুন্দবনবাসীর
সেখানে বিভিন্ন গ্রহ থাকবে গ্রহের শব্দ কেমন হয় সেটি উপভোগ করতে পারবে দর্শনার্থীরা। কোন কোন গ্রহে যেতে পারছে না মানুষ কেন পারছে না সেই সব তথ্য ১৫ মিনিট ধরে দেখতে পাবেন।প্রতিমা থাকছে বিশেষ আকর্ষণ হাজার হাতের দূর্গা প্রতিমা।”
জানা গেছে, এবার তাদের প্রতিমার উচ্চতা প্রায় ১৬ ফুট হবে।প্রতিমা তৈরি করছেন বারবিশার মৃৎশিল্পী বিলু পাল।এই থিমটির নাম মহাকাশ।থিমের থেকে সাধারণ মানুষকে বিজ্ঞান ও জল সংকট বিষয়টি বার্তা দেওয়া হবে। অন্যবারের মত এবারেও পুজো মণ্ডপ থেকে প্রতিমা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে আশা কর্তৃপক্ষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584