অসুস্থ সাপকে ঘিরে পুজো, ফিরিয়ে দেওয়া হল বনকর্মীদের

0
51

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফের কুসংস্কারের ছবি ধরা পড়ল আলিপুরদুয়ারে। এবার অসুস্থ এক সাপকে আটক করে চলছে পুজা অর্চনা। বনদফতরের কর্মীরা খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে এলে তাদের ফিরিয়ে দিলেন গ্রামবাসিরা।

the puja with ill snake | newsfront.co
সাপ ঘিরে পুজো। নিজস্ব চিত্র

দুধ কলা দিয়ে অসুস্থ সপের পুজো চলছে গত তিন দিন থেকে। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বাবুরহাট বাজার সংলগ্ন এলাকার এই ছবি এখনও প্রকাশ্যে আসেনি। বুধবার সন্ধ্যায় সেই গ্রামে পৌছায় সংবাদ মাধ্যমের প্রতিনিধি।

আরও পড়ুনঃ মাকে হত্যার চেষ্টা, অভিযুক্ত ছেলে-বৌমা

আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের পাশেই একটি নিচু জমিতে ভাঙ্গা বাশের ডালি দিয়ে আটকে দেওয়া হয়েছে একটি গোখরো সাপকে। গ্রামের মানুষের বিশ্বাস এই সাপ মনসা ঠাকুরের বাহন।

সেই কারনে পুজো চাচ্ছে এই সাপ। ফলে সেই স্থানে মনসা ঠাকুরের মন্দির তৈরির উদ্যোগ নিয়েছেন। খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এলেও বনকর্মীদের ফিরিয়ে দিয়েছেন গ্রাম বাসিরা। ফিরে গেছেন বনদফতরের কর্মীরাও ।

এলাকার বাসিন্দা শান্তি অধিকারি বলেন, “ সাপটির পিঠের দিকে একটা আঘাতের মত দেখা যাচ্ছে। এই সাপ কারো ক্ষতি করেনি। গ্রামের মানুষেরা এই সাপকে পুজো দিচ্ছে। এখানে মন্দির বানানোর চেষ্টা চলছে। চিলাপাতা থেকে বনকর্মীরা সাপটিকে উদ্ধার করতে এসেছিল কিন্তু গ্রামবাসিরা ফিরিয়ে দিয়েছে।”

জানা গেছে, সোমবার বিকেলে প্রথমে সাপটি নজরে আসে ওই এলাকায়। স্থানিয় একজনের পায়ে লেগেছিল সাপটি কিন্তু কামর দেয়নি। তার পরেই ভাঙ্গা বাশের ডালি দিয়ে সাপটিকে মাঠেই আটকে দেওয়া হয়। তার পর থেকে পেছন ভাঙ্গা বাশের ডালিতে আটকে রয়েছে সাপটি।

এদিকে এই বিষয়ে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদি সংস্থার সম্পাদক কৌশিক দে বলেন, “ সম্পূর্ন কু সংস্কারের শিকার হয়ে গ্রামের মানুষেরা এই কাজ করছেন। সাপটিকে অবিলম্বে চিকিৎসার ব্যাবস্থা করা দরকার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here