নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আগামী লোকসভা নির্বাচনে কে কোথায় প্রার্থী হবে,সেটা ঠিক করা হবে দিল্লী থেকে। আজ পশ্চিম মেদিনীপুরের শ্যাম সংঘ ভবনে বিজেপির দলীয় সভায় যোগ দিতে এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ।এদিন তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের খতিয়ান সম্পর্কে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন।পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের দিন ঘোষনা হলেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষনা করা হবে।
প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ প্রসঙ্গে দিলীপ বাবু বলেন,কে কোথায় প্রার্থী হবে, তা দিল্লী থেকে ঠিক হবে,তবে জঙ্গলমহলে ভারতী ঘোষের পুলিশ সুপার হিসেবে নাম ছিল।কিন্তু এখন তিনি রাজনৈতিক নেত্রী,তাই এখন নেত্রী হিসেবে জঙ্গলমহলে উনার নাম কতখানি আছে,তা দেখা যাক,তারপর প্রার্থী হওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা যাবে।তাছাড়া উনি আগে পশ্চিমবঙ্গে আসুক।
আরও পড়ুনঃ বারুইপুরে দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে দিলীপের তোপ
পাকিস্তানে এয়ার স্ট্রাইক সম্পর্কে দিলীপ বাবু বলেন, দেশের নিরাপত্তা,দেশের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনদিন আপোস করেনি আর করবেনও না। প্রথমে পাকিস্তানে ঢুকে আমরা মেরেছি,পরে ভারতে ঢোকার সময় আমরা মেরেছি।আজকের ভারত অন্য ভারত, আজকের ভারত মোদীজীর ভারত,এটা পাকিস্তানও বলছে।সুতরাং তাকে হালকা ভাবে নিলে অনেক পস্তাতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584