নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আহ্বানে এবং মেদিনীপুর পুরসভার উদ্যোগে শুরু হলো ৮ দিনের পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি।
এই উপলক্ষ্যে সোমবার সকালে মেদিনীপুর পুরসভার উদ্যোগে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিদ্যালয়ের সহযোগিতায় এবং স্বসহায়ক দলগুলোর অংশগ্রহণে পরিবেশ সচেতনতা মূলক ট্যাবলো এবং পরিবেশ সচেতনতা মূলক পোষ্টার ও ব্যানার সহযোগে একটি সুসজ্জিত পদযাত্রা পুরসভার সম্মুখভাগ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মেদিনীপুর কলেজ-কলিজিয়েট স্কুল মাঠে শেষ হয়।এই পদযাত্রার মূল থিম ছিল মিশন নির্মল বাংলা,কঠিন বর্জ্য ব্যবস্থাপনা,জল অপচয় রোধ,প্লাস্টিক দূষণ রোধ,বৃক্ষরোপণ,মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক তথা মেদিনীপুরের মহকুমার শাসক দীন নারায়ন ঘোষ,পশ্চিম মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা, পুরসভার মেন্টর তথা প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু,পুরসভার একজিকিউটিভ অফিসার মদনমোহন দে, ফিনান্স অফিসার কমল রানা, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, লালগড় সারদাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরাসহ পুরসভার অন্যান্য আধিকারিক,কর্মী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ পরিবেশ সচেতনতায় শিশু শিল্পীদের অভিনীত প্রচারধর্মী নাটক ‘মেয়েটির নাম মেঘ’
এদিনের পদযাত্রায় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস এ্যাড অ্যাডভেঞ্চার এসোসিয়েশন, জঙ্গল মহল উদ্যোগ,হেল্পিংহ্যান্ড,মেদিনীপুর সমন্বয় সংস্থা, ইচ্ছেডানা, পশ্চিম মেদিনীপুর ফটোগ্রাফি সোসাইটি,,চুণিকোটাল চ্যারিটেবল ট্রাস্ট,সেন্ট জন অ্যাম্বুলেন্স, দুঃস্থের ছায়া,দিশারী ফাউন্ডেশন, নবদিগন্ত,বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠান যোগ দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584