তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান দিনে দিনে খারাপ হয়ে যাছে।আর তাই আগামীতে এই হাসপাতালের পরিষেবার মান দ্রুত উন্নতি করা যায় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারতীয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আর্জি জানানো হলো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ রায় এর কাছে।
ভারতীয় বিজেপি যুব মোর্চার রাজ্য নেতা গৌরাঙ্গ দাস জানান কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে একটা ও ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। একদিকে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ অন্যদিকে তেমনভাবে হাসপাতালে ডাক্তারদের ঠিকঠাক ভাবে পাওয়া যায় না।ফলে দিনের পর দিন বেহাল হয়ে পড়ছে কালিয়াগঞ্জ হাসপাতালের পরিষেবার মান।
আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য পরিষেবায় অগ্রগতি আনতে বিশেষ আলোচনা সভা
সাধারন মানুষরা ভীষণ ভাবে হয়রান হচ্ছেন।গৌরাঙ্গ বাবু বলেন ঠিক তেমন ভাবেই এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধপত্র।বর্তমানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কালিয়াগঞ্জ হাসপাতাল চলছে তা বলার আর অপেক্ষা রাখে না।তিনি বলেন কালিয়াগঞ্জ হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসককে ঠিকঠাক দেখা যায় না।
গোরাঙ্গ বাবু আরো জানান হাসপাতালে চারদিকে বিষাক্ত পার্থেনিয়াম গাছের আগাছায় ভরে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের কোন হেলদোল নেই এ ব্যাপারে সেই পার্থেনিয়াম গাছ গুলো উপড়ে ফেলার।তিনি বলেন এই পার্থেনিয়াম গাছ ই হলো ক্যান্সারের বাহক।গৌরাঙ্গ বাবু বলেন হাসপাতালে এই সমস্ত পরিষেবার মান দ্রুত উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুন এই হাসপাতালে ভারতীয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি বৃহত্তর জমায়েত করে ডেপুটেশন দেওয়া হবে তিনি জানান।
এদিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ রায় বলেন বিজেপি যুব মোর্চার এই সমস্ত দাবিগুলো তিনি সহানুভুতির সাথে বিবেচনা করে যাতে পরিষেবার মান দ্রুত উন্নতি করা যায় সে ব্যাপারে দৃষ্টি দেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584