নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দেশজুড়ে উদ্বেগ বাড়িয়ে চলেছে তীব্র জল সংকটের আবহ। তাই সমাজের জন্য নিবেদিত কিছু প্রাণ আজ উদ্বিগ্ন। এরই মাঝে শিক্ষার্থী কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি এক সময়োপযোগী প্রয়াস দেখলো জলঙ্গীর গ্রামবাসীগণ।

একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে সমাজ সচেতনতার আয়োজন নজর কাড়লো স্থানীয়দের। জলঙ্গীর ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু যুবক তাদের গঠিত সংস্থার পক্ষ থেকে পুরো জলঙ্গী ব্লক জুড়ে জল অপচয় রুখতে ও সুরক্ষিত জলপানের আহ্বান জানিয়েছে।
শিক্ষার্থী কল্যাণ সংস্থার কর্ণধার হাসিবুল ইসলামের কথায় “জল সংকট নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আমাদের জলঙ্গি থানার বেশ কিছু অঞ্চল আর্সেনিক কবলিত। সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি, খয়রামারি গ্রামে আর্সেনিকের প্রভাবে কান্সার আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষ মারা গেছেন। তাই আমরা আর্সেনিক দূষণের কথা মাথায় রেখে সারা ব্লক জুড়ে প্রচারাভিযানের কর্মসূচি নিই।”

এই সংস্থার আরেক সদস্য চৈতন্য শর্মার প্রতিক্রিয়া,”আমি সংবাদপত্রে প্রকাশিত একটি খবরের প্রতি আকৃষ্ট হয়ে, আমাদের সংস্থার সবার সাথে আলোচনা করে খোলা ট্যাপ কলের মুখ লাগানোর জন্য সচেষ্ট হয়। বিষয়টা পঞ্চায়েত প্রধানের নজরে আনা হলেও তিনি আমাদের সাহায্য করতে চাননি।
আরও পড়ুনঃ জল অপচয় রুখতে উদ্যোগী পড়ুয়ারা, চাঁদা তুলে ‘বিব কক’,-এর ব্যবস্থা
পরে আমরা সংলগ্ন এলাকায় সকল পিএইচই অফিসে কথা বলি। তারা আমাদের আশ্বাস দেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে। তবে এখনও কোনো কাজ হয়নি। প্রয়োজনে আমরা বিডিও অফিসে গিয়ে বিডিও মহাশয়ের সাথে কথা বলবো। নাহলে নিজেদের প্রচেষ্টায় আমরা খোলা ট্যাপের মুখ লাগাবো।”
তাদের এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা চাইবো যেন প্রশাসন এই বিষয়ে নজর দেন। তবে অদূর ভবিষ্যতে আমাদেরকে জল সংকটে পড়তে হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584