মনিরুল হোক, কোচবিহারঃ
আজ বিশ্ব তামাক বিরোধী দিবস।শুক্রবার সেই উপলক্ষ্যে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরের তামাক নিয়ন্ত্রণ সেল।এই উপলক্ষ্যে সাধারন মানুষকে তামাক জাত দ্রব্যের অপকারিতা সম্বন্ধে সচেতন করতে এই কর্মসূচি আয়োজন করা হয়।এদিন কোচবিহার শহিদবাগ থেকে এই সচেতনতামূলক শোভাযাত্রা সূচনা করেন জেলা জর্জ জয়ন্ত কোলে।
আরও পড়ুনঃ কালচিনিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক সাহা, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অরিন্দম চট্টোপাধ্যায়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায় সহ স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি এনসিসি গার্লস, আশাকর্মী, নার্সং ট্রেনিং সেন্টারের ছাত্রীরা অংশ নেয়।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই কর্মসূচিতে সহযোগিতা করে।
এদিন কোচবিহার জেলাশাসক কৌশিক সাহা বলেন, “তামাক সেবনের ফলে সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে পরছে রোগ বৃদ্ধি হচ্ছে। তাই এর ক্ষতির দিক লক্ষ্য করে মানুষকে আমরা সচেতন করতে চাই, ইতিমধ্যে কোচবিহার জেলা জুড়ে তামাক বিরোধী অভিযান চালানো হচ্ছে। প্রতিদিন তামাকের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584