নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
যতই লোকসভা ভোট এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে সরগরম হচ্ছে আরও বেশি করে।এর মধ্যেই রামনবমীর উপলক্ষে জেলায় জেলায় রাস্তা জুড়ে বেরিয়েছে রামনবমীর মিছিল।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকায় হিন্দু সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।এদিন এই শোভাযাত্রায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
আরও পড়ুনঃ অস্ত্র হাতে রামনবমীর মিছিল,প্রশ্নের উত্তরে ভারতীয় সেনার উপমা দিলীপের
এদিন কাঁথি সেন্ট্রাল বাস ট্রেন থেকে শোভাযাত্রা শুরু করে গোটা শহর এলাকায় এই শোভাযাত্রা পরিক্রমা করে।এই শোভাযাত্রায় শতাধিক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।এছাড়াও এই শোভাযাত্রায় পা মেলান বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি।তপনবাবুর বক্তব্য,এটা আমাদের কোনও রাজনৈতিক কর্মসূচি নয়।এই শোভাযাত্রা সম্পূর্ণভাবে ধর্মীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584