সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
মহিলা তৃণমূল সংগঠনদের নিয়ে মিছিল করেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস মোল্লা।উস্থি থানার উস্থির তৃণমূলের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়।উস্থি বাজার পরিদর্শন করেন তিন হাজার মহিলাদের নিয়ে।মিছিলে পা মেলান তৃণমূল যুব নেতৃত্ব।
মগরাহাট পশ্চিম বিধানসভার ১২ টি গ্রামপঞ্চায়েতের বঙ্গজননী ,জয় হিন্দ বাহিনী এর পাশাপাশি যুব তৃণমূলদের নিয়ে মিছিল করেন ।
কেন্দ্রীয় সরকারের অসহিষ্ণুতা, দ্রব্যমুল্য বৃদ্ধি,চলতি বছরে বাজেটে কর্মসংস্থানের উল্লেখ নেই।দিনের পর দিন পেট্রোল ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদের পাশিপাশি সম্প্রীতির স্বার্থে এই মিছিলের আয়োজন।একাধিক দাবি নিয়ে হয় এই মিছিল।
এদিন মন্ত্রী গিয়াস মোল্লা বলেন মগরাহাট পশ্চিম বিধানসভার ১২টি গ পাঁচ হাজারেরো বেশি মহিলা সংগঠন রয়েছে।জয়হিন্দ বাহিনীর মতো মহিলাদের দিয়ে কাজ করছে।
আরও পড়ুনঃ ‘ব্ল্যাক মানি’ ইস্যুতে কোচবিহারে তৃণমূলের মিছিল
কোথাও আবার বঙ্গজননী মহিলা গ্রুপ নিয়ে কাজ হচ্ছে।লক্ষ্য ২১ শে বিধানসভা।এলাকায় এলাকায় বিজেপি অসহিষ্ণুতা নিয়ে গন্ডোগোল করার চেষ্টা করছে । জয়হিন্দ বাহিনী যেমন কাজ করবে ঠিক মহিলা সংগঠনও কাজ করবে মগরাহাট বিধানসভায়।
এদিন মহিলা জেলা নেতৃ তন্দ্রা পুরকাইত জানান প্রতিটি বাড়িতে মহিলাদের নিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্পের কাজ করছে।জেলা মহিলা নেতৃত্বদের নিয়ে প্রতি সপ্তাহে সংগঠন দৃঢ় আকার নিয়েছে। ফলে মহিলা সংগঠনকে কাজে লাগিয়ে আজ এগিয়ে চলছে মগরাহাট পশ্চিম বিধান সভা।
অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানবেন্দু মন্ডল বলে মহিলাদের মতো তৃনমূল যুবদেরকে বেশি করে সামনে আনা হচ্ছে। আগামী দিনের কথা মাথায় রেখে এই চিন্তা ভাবনা।
এদিন উপস্থিত ছিলেন সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা,জেলা মহিলা নেতৃ তন্দ্রা পুরকাইত, মগরাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম,পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানবেন্দু মন্ডল, জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা,মগরাহাট পশ্চিম বিধানসভার সভানেত্রী সান্তনা মন্ডল,হরিহরপুর অঞ্চল সভানেত্রী তাপসী হালদার,শেরপুর অঞ্চলের মহিলা সভানেত্রী কৃষ্ণা সর্দার সহ অন্যান্যরা।
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলে বিজেপির লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি । ফলে মথুরাপুর লোকসভায় ২১ শে বিধানসভায় লক্ষ্য রেখে এগিয়ে চলছে তৃনমূল এমনটাই মত রাজনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584