নকশালবাড়িতে রামনবমী উপলক্ষে তৃণমূল শোভাযাত্রা

0
160

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

the ram navami sova yatra of tmc
নিজস্ব চিত্র

একদিকে যখন রামনবমী উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় সাজ সাজ রব। ঠিক তেমনই রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত নকশালবাড়িতে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস,শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

the ram navami sova yatra of tmc
নিজস্ব চিত্র

এদিন শোভাযাত্রাটি নকশালবাড়ি রথখোলা মোড় থেকে বের হয়। এরপর নকশালবাড়ি বাজার পরিক্রমা করে শেষ হয় নকশালবাড়ির আদিবাসী মাঠে। এবং সব শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন যে আমরা আমাদের দলের পতাকা ও রামের পতাকা দুটো নিয়েই শোভাযাত্রা করছি। এবং কেউ ধর্মকে ভীতি করে ভোট চাইছেন। আর আমরা ধর্মকে বিশ্বাস করে মানুষের সঙ্গে থাকছি।

আরও পড়ুনঃ বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা

এর পাশাপাশি তিনি আরও বলেন এইটা আমাদের ছোট ছোট কেম্পেন। সেখানে আমরা যাচ্ছি। সাধারণ মানুষের আশ্বিরবাদ চাইছি। তাদের সর্মথন চাই। তার কারন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে ভরসা করে। আস্তা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। ফলে যেদিকেই তাকাবেন দেখবেন জোড়াফুল বাকিরা আর কেউ থাকবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here