সিএএ বিরোধী প্রতিবাদ আন্দোলনে গ্রেফতার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

0
253

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ বেঙ্গালুরুতে কয়েক ডজন বিক্ষোভকারী-সহ ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করে পুলিশ। ৬১ বছর বয়সী এই ব্যক্তি সম্প্রতি জারি হওয়া সিএএ এর প্রতিবাদে বেঙ্গালুরুর টাউন হলে একটি প্রতিবাদে অংশ নিচ্ছিলেন। এই অঞ্চলটিতে গত সন্ধ্যাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

ramchandra guha | newsfront.co
গুহকে আটক। সংবাদ চিত্র

একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে রামচন্দ্র গুহ বলেছেন, কেন্দ্রীয় সরকারের সংবিধানের বিধি লঙ্ঘন করে সিএএ পাশের দাবির প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করছিলাম। আমার হাতে একটা গান্ধির পোস্টার ছিল। সেই সময়ে পুলিশ আমাকে আটক করে।

আরও পড়ুনঃ আমেরিকার ইতিহাসে ইমপিচমেন্টের তালিকায় ট্রাম্প তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট

ওই গণমাধ্যমকে রামচন্দ্র গুহ আরও জানান, “পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে। আমরা একটি সুশৃঙ্খলভাবে একটি বৈষম্যমূলক কাজের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ করছি। এখানে দেখুন, সবাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। আপনি কি কোনও সহিংসতা দেখেছেন?”

ওই গণমাধ্যমকে দেওয়া বিবৃতি দেওয়াকালীন রামচন্দ্র বাবুকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং বাকি বিক্ষোভকারীদের সাথে একটি বাসে তোলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here