সিঙ্গারকোনে স্কুলছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে থানায় ডেপুটেশন

0
43

শ্যামল রায়,কালনাঃ

কালনা ২ নম্বর ব্লকের সিঙ্গারকোন গ্রামে এক স্কুলছাত্রীর উপর পাশবিক অত্যাচার হয়।
পাশবিক অত্যাচার করে খুনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা।

রবিবার সিপিএমের মহিলা সমিতির নেত্রীরাও কালনা থানায় বিক্ষোভ দেখায় এবং থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় সমিতির তরফ থেকে।পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়ে বক্তব্য রাখেন মহিলা সমিতির নেত্রীরা।
এছাড়াও বিজেপি কর্মী-সমর্থকরাও সিঙ্গার কোন গ্রামে মিছিল করেছে এই ঘটনার প্রতিবাদে।
প্রসঙ্গত, যে বৃহস্পতিবার রাতে কালনা সিঙ্গার কোন গ্রামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিবস্ত্র করে পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ দুর্নীতির প্রতিবাদ করায় স্ত্রী কন্যাকে ধর্ষনের হুমকি দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে

অসুস্থ হয়ে পড়লে ওই স্কুলছাত্রীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।স্থানীয় বাসিন্দাদের দাবি ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।

স্থানীয় রাজ্য ওবিসি মোর্চার সভাপতি অরূপ ঘোষ কালনা ২ মণ্ডল কমিটির সভাপতি সুভাষ পাল জানিয়েছেন, যে তারা এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। একটি স্মারকলিপিও জমা দিয়েছেন আমরা প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবির পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকেও তীব্র নিন্দা করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে মিছিল এবং ডেপুটেশন দেওয়া হলো এ দিন।

সমিতির রাজ্য নেতৃত্ব জানিয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবির পাশাপাশি কঠোর শাস্তি দেয়ার দাবিতে সরব হয়েছে।পুলিশ সূত্রে খবর তদন্ত শুরু হয়েছে সমস্ত ঘটনার উপরে নজর রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here