পল্লব দাস,কর্ণসুবর্ণঃ
সমগ্র রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ নিম্নগামী।
শীতের সন্ধ্যায় সোয়েটার চাদর যেন ঠিক গরম ধরাতে পারছে না এমনই দিনে আজ বিকেলে মাঠ থেকে খেলে ফিরছিল একদল ছেলে।হঠাৎ তারা লক্ষ্য করে পুকুরের জলে কিছু একটা ছটপট করছে, তারপর আর একটু কাছে গেলে ব্যাপারটা স্পষ্ট হয়।কাকের দল একটা প্যাঁচাকে তারা করে এনে ফেলে পুকুরে।আর সেই আক্রমন থেকে বাঁচতে প্যাঁচাটি চেষ্টা করছিল।তড়িঘড়ি প্যাঁচা উদ্ধার কাজে লেগে পরে গ্রামের কচিকাঁচারা।তাদের তৎপরতায় শেষে উদ্ধার করা হয় প্যাঁচাটি।দিনের বেলায় দেখতে না পাওয়ার জন্যই কাকগুলো সেই সুযোগে আক্রমন করেছে প্যাঁচাটিকে,এমনটাই অভিমত স্থানীয়দের।এদিকে সন্ধ্যে নেমে এসেছে।শেষে খড় জ্বালিয়ে আগুনের তাপ দিয়ে কিছুটা গরম করে সুস্থ করার চেষ্টা করা হল।প্যাঁচাটি বিরল প্রজাতির তবে বয়স অনেক বলেই ধারণা স্থানীয়দের।আজকেই একটা পুরোনো বটগাছে তোলা হলো প্যাঁচাটি।সুষ্ঠ হয়ে ফিরে যাক মা লক্ষ্মীর বাহন প্রার্থনা সবার।
আরও পড়ুন: মুরারই ১ ব্লক ছাত্র-যুব উৎসব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584