পিয়ালী দাস, বীরভূমঃ
আসন্ন কৌশিকী অমবস্যার কথা মাথায় রেখে রামপুরহাট তৃণমূল পরিচালিত প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবী দাওয়া নিয়ে রামপুরহাট রেলওয়ে স্টেশন প্রবন্ধকের কাছে স্মারকলিপি জমা দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রেকিব জানান আসন্ন কৌশিকী অমাবস্যার কথা মাথায় রেখে আমাদেরকে আন্দোলন। এমনিতেই রামপুরহাট স্টেশনে প্রতিদিন হাজার যাত্রী যাতায়াত করেন। তারাপীঠ যাবার একমাত্র স্টেশন রামপুরহাট। কৌশিকী অমবস্যার দিনে প্রায় পাঁচ লক্ষ লোকের সমাগম হয় ।কিন্ত দুঃখের বিষয় স্টেশনের বাইরে কোনো শৌচালয় নেই, এমনিতেই নিত্য যাত্রীরা অসুবিধায় পরেন। বাইরে বেরিয়ে পুনরায় স্টেশন গেলে টিটিরা ধরে ফাইন করেন। অমাবস্যায় এই সমস্যা আরও তীব্র হবে। আমাদের দাবি এখনই শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রতিক্ষা বছর অমাবস্যায় বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। কিন্তু এবারে বিশেষ ট্রেন তো নেইই। যেসব ট্রেন প্রতিদিন যাতায়াত করে সেগুলির মধ্যে বহু ট্রেন বাতিল রয়েছে বেশ কয়েক দিন থেকে। আরও গোদের ওপর বিষ ফোঁড়া সবচেয়ে জরুরী ট্রেন বিশ্বভারতী প্যাসেঞ্জার কে এল এইচ, বি কোচ দিয়ে চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই কোচ জাপানের মডেল।
সাধারণ যাত্রীদের যাওয়া খুবই কষ্টোদায়ক, কোচ ও অনেক কম ওই ট্রেনে। আমরা চাই এসব সমস্যার স্থায়ী সমাধান করুক রেল দপ্তর।
আমাদের দাবী আমার রামপুরহাট রেলওয়ে স্টেশন প্রবন্ধকের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালাম। প্রবন্ধক কথা দিয়েছেন তিনি বিষয়টি যথাযথ স্থানে জানানো হবে।
আরও পড়ুনঃ অভিনব বৃক্ষরোপণ কর্মসূচি বাঁকুড়ায়
আজকে এই বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, শহর তৃনমুল সভাপতি অমিত চক্রবর্তী, অ্যাসোসিয়েশনের সম্পাদক নিয়ামত আলি প্রমুখ। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুমকি ও দেন আন্দোলনকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584